ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

সারজিস-সাদিক কায়েমের ফেসবুক সচল,হাসনাতের অ্যাকাউন্ট এখনও অদৃশ্য

২০২৫ জানুয়ারি ০৩ ১৩:৩৫:১৫
সারজিস-সাদিক কায়েমের ফেসবুক সচল,হাসনাতের অ্যাকাউন্ট এখনও অদৃশ্য

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পাওয়া যাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি সাদিক কায়েমের অ্যাকাউন্ট, তবে এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট।

বুধবার বিকেল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত বেশ কয়েকজন শীর্ষ নেতার ফেসবুক আইডি অদৃশ্য হয়ে যায়। তবে শুক্রবার, সারজিস আলম ও সাদিক কায়েমের আইডি আবার সচল হয়ে উঠেছে।

এদিকে, সাদিক কায়েম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন, যেখানে তিনি লিখেছেন, "আমি জানি না পথ ও পথের দূরত্ব, জানি না বরফ ঢাকা নদীর ঘনত্ব, শুধু জানি এই গন্তব্যের বাড়ি, হোক না যতই দূরে, দিতে হবে পাড়ি..."

এছাড়া, গতকাল বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদও তার আইডি সচল করেছেন।

তবে এখনও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহসহ বেশ কয়েকজন নেতার আইডি পাওয়া যাচ্ছে না। এর মধ্যে রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি, অনলাইন অ্যাক্টিভিস্ট সাইয়েদ আব্দুল্লাহ এবং অন্য কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা।

এ বিষয়ে জানা গেছে যে, হ্যাকার গ্রুপের আশঙ্কা থেকে অনেকেই তাদের আইডি ডিঅ্যাক্টিভেট করে রেখেছেন। Crack Platoon-Bangladesh Cyberforce নামে একটি ফেসবুক পেজ থেকে দাবি করা হয়েছে, "বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত থাকা অনেকের আইডি ও পেজ ডিজেবল করা হয়েছে"। পেজে আরো বলা হয়েছে, স্বাধীনতাবিরোধী প্রচারণায় জড়িত থাকার অভিযোগে সাইয়েদ আব্দুল্লাহর পেজটি ফেসবুক থেকে রিমুভ করা হয়েছে।

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে