ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৫ জানুয়ারি ০৩ ১২:০৮:১২
সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহের মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ‘ব্যাংক হলিডে’ উপলক্ষে দেশের উভয় শেয়ারবাজারে লেনদেন বন্ধ ছিল। যে কারণে বিদায়ী সপ্তাহে (২৯ ডিসেম্বর-০২ জানুয়ারি) চার কর্মদিবস লেনদেন হয়েছে। এই চার কর্মদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নিয়েছে ৪১৩টি প্রতিষ্ঠান। এরমধ্যে ১৬৪টির দর বেড়েছে, ১৮২টির দর কমেছে, ৫০টির দর অপরিবর্তিত ছিল এবং ১৭টির লেনদেন হয়নি।

সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর কমেছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর ১১.১৪ শতাংশ কমেছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় স্থান পাওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে খান ব্রাদার্সের ৯.৭৮ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৮.৮৫ শতাংশ, জুট স্পিনার্সের ৮.৭৫ শতাংশ, বিকন ফার্মার ৮.০১ শতাংশ, মিথুন নিটিংয়ের ৭.৭৫ শতাংশ, রূপালী লাইফ ইন্সুরেন্সের ৬.৭০ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্সের ৬.৬৬ শতাংশ, নর্দান জুটের ৬.২৬ শতাংশ এবং ড্রাগণ সোয়েটারের ৬.১৪ শতাংশ শেয়ার দর কমেছে।

তারিক/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে