ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

যে কারণে বিয়ের অনুষ্ঠানে ২ হাজার টাকার জরিমানা

২০২৫ জানুয়ারি ০৩ ১১:৫৫:০৩
যে কারণে বিয়ের অনুষ্ঠানে ২ হাজার টাকার জরিমানা

মুন্সীগঞ্জের সদর উপজেলার মাঠপাড়া আবাসিক এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে উচ্চ শব্দে গান বাজানোর অভিযোগে এক ব্যক্তিকে দুই হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় শহরের মাঠপাড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে রোমান হোসেন নামের এক ব্যক্তিকে এই দণ্ড প্রদান করেন মুন্সীগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অধীন পরিবেশের স্পেশাল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান।

কোর্ট কর্তৃপক্ষ জানিয়েছে, উচ্চশব্দে গান বাজানোর জন্য তাদের নির্দেশনা অনুযায়ী শব্দের মাত্রা পরিমাপ করা হয়, এবং তা ছিল ১০৪ ডেসিবেল—যা অনুমোদিত সীমার দ্বিগুণেরও বেশি। এই ঘটনায় শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ এর ১৮ বিধি অনুসারে এই অর্থদণ্ড আরোপ করা হয়।

এছাড়া, ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় উচ্চ শব্দে গান বাজানো বন্ধ করে কম শব্দে বাজানোর জন্য বলেও জানান।

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে