ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

সচিবালয়ে অগ্নিকান্ডের কারণ জানা গেল

২০২৪ ডিসেম্বর ৩১ ১৮:৫৮:৫৫
সচিবালয়ে অগ্নিকান্ডের কারণ জানা গেল

নিজস্ব প্রতিবেদক : গত ২৫ ডিসেম্বর প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটি তাদের তদন্তের রিপোর্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে।

এই আগুনের পেছনে কোনো ব্যক্তি সংশ্লিষ্টতা পায়নি কমিটি। বিদ্যুতের দুর্বল সংযোগের কারণে এই আগুনে ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় তদন্ত কমিটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ‍উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে এ রিপোর্ট জমা দেন।

তদন্ত কমিটির রির্পোট অনুযায়ী, বিদ্যুতের দুর্বল সংযোগের জন্য সচিবালয়ে আগুন লেগেছে। এক প্রেস ব্রিফিংয়ে তদন্ত কমিটির সদস্য বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের সাবেক অধ্যাপক মাকসুদ হেলালী এ তথ্য জানান।

এর আগে ২৫ ডিসেম্বর মধ্যরাতে সচিবালয়ে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করে সরকার। এরপর সেটি বাতিল করে ৮ সদস্যদের নতুন কমিটি গঠন করে।

কমিটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে আহ্বায়ক ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালককে সদস্য সচিব করা হয়।

এই কমিটিকে ৩ দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন দিতে বলা হয় এবং যতদ্রুত সম্ভব পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়ার কথা বলা হয়।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে