ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

পতন বাজারকে রক্ষার চেষ্টায় ৭ কোম্পানি

২০২৪ সেপ্টেম্বর ৩০ ১৬:০০:৫৩
পতন বাজারকে রক্ষার চেষ্টায় ৭ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : আগের দিন উত্থান হলেও সোমবার (৩০ সেপ্টেম্বর) মাসের শেষ কর্মদিবস পতন হয় শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারে যে পরিমাণ কোম্পানির শেয়ার দাম বেড়েছে তার চেয়ে বেশি সংখ্যকের দাম কমেছে। এর মাধ্যমে পতন হয়েছে শেয়ারবাজারে। তবে শেয়ারবাজারকে পতন থেকে রক্ষা করতে চেষ্টায় কমতি ছিল না ৭ কোম্পানির।

কোম্পানিগুলো হলোঃ খান ব্রাদার্স, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, মেঘনা পেট্রোলিয়াম, পাওয়ার গ্রি এবং স্কয়ার ফার্মা, ন্যাশনাল টিউবস এবং কোহিনুর কেমিক্যাল।

খান ব্রাদার্স

বাজারকে পতন থেকে রক্ষায় সব থেকে বেশি চেষ্টা করেছে খান ব্রাদার্স। আগের দিন কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ১৪৬ টাকা ৯০ পয়সায়। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ১৫৬ টাকা ৮০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেযার দর ৯ টাকা ৯০ পয়সা বা ৬.৭৪ শতাংশ বেড়েছে। শেয়ার দর উত্থানের কারণে সূচক বেড়েছে ২.৮২ পয়েন্ট। বাজারকে পতন থেকে রক্ষায় সবচেয়ে বেশি ভূমিকার রেখেছে খান ব্রাদার্স।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবল

বাংলাদেশসাবমেরিন ক্যাবল। টেলিযোগাযোগ খাতের এই কোম্পানিটি বাজারকে পতনের কবল থেকে রক্ষায় দ্বিতীয় সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে। আগের দিন কোম্পানির শেয়ারের ক্লোজিং দর ছিল ১৩৯ টাকা ৫০ পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ১৪২ টাকা ৯০ পয়সায়। অর্থাৎ আজ শেয়ারটির দর ৩ টাকা ৪০ পয়সা বা ২.৪৪ শতাংশ বেড়েছে। এতেই কোম্পানিটির সূচক বেড়েছে ২.৬৫ পয়েন্ট। এতে কোম্পানিটি শেয়ারবাজারকে পতন থেকে রক্ষায় দ্বিতীয় সর্বোচ্চ ভূমিকা রেখেছে।

মেঘনা পেট্রোলিয়াম

বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম। আগের দিন এই কোম্পানির শেয়ারের ক্লোজিং দর ছিল ২০৭ টাকা ৩০ পয়সায়। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ২১১ টাকা ২০ পয়সায়। অর্থাৎ আজ শেয়ারটির দর ৩ টাকা ৯০ পয়সা বা ১.৮৮ শতাংশ বেড়েছে। শেয়ার দর এই বাড়ার কারণে সূচক বেড়েছে ১.৭৬ পয়েন্ট। যা বাজারকে পতনের হাত থেকে বাচাতে তৃতীয় সর্বোচ্চ ভূমিকা রেখেছে।

বাজারকে পতনের হাত থেকে রক্ষায় অন্য যেসব কোম্পানি ভূমিকা রেখেছে সেগুলোর মধ্যে পাওয়ার গ্রিহের ১.১০ পয়েন্ট, স্কয়ার ফার্মা ০.৯৫ পয়েন্ট, ন্যামনাল টিউবস ০.৬১ পয়েন্ট এবং কোহিনুল কেমিক্যালের সূচক ০.৬০ পয়েন্ট বেড়েছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, আজ এই কোম্পানিগুলোর পাশাপাশি আরো কিছু কোম্পানির শেয়ার দর বাড়লে বাজারকে পতনে দেখতে হতো না। বাজারকে ইতিবাচক প্রবণতায় রাখতে সকল শ্রেণীর বিনিয়োগকারীদের বিনিয়োগে এগিয়ে আসতে হবে। তবেই বাজারকে ইতিবাচক প্রবণতায় দেখাসম্ভব।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে