ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

১২ কোম্পানির ভূমিকায় পতন

২০২৪ সেপ্টেম্বর ২২ ১৬:৪৪:৪৭
১২ কোম্পানির ভূমিকায় পতন

নিজস্ব প্রতিবেদক ; আগের কর্মদিন ইতিবাচক থাকলেও রোববার (২২ সেপ্টেম্বর) সপ্তাহের প্রথম দিন নেতিবাচকতায় শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে ১২টি রয়েছে যাদের কারণে বাজারকে নেতিবাচকতায় দেখতে হয়েছে। এসব কোম্পানি বাজারকে নিচের দিকে নামাতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। তবে শেয়ারবাজারের ৫টি কোম্পানির ইতিবাচকতার কারণে বড় পতন থেকে রক্ষা পেয়েছে।

কোম্পানিগুলো হলোঃ স্কয়ার ফার্মা, অলিম্পিক, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, রেনেটা, বৃটিশ আমেরিকান ট্যোবাকো, বিকন ফার্মা, গ্রামীণফোন, লাফার্জহোলসিম, খান ব্রাদার্স, পদ্মা অয়েল, এমজেএলবিডি এবং বিএসআরএম লিমিটেড।

স্কয়ার ফার্মা

আজ বাজার পতনে সবচেয়ে বেশি ভূমিকা রয়েছে স্কয়ার ফার্মার। কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর গতকাল ছিল ২৩০ টাকা ৫০ পয়সায়। আজ লেনদেন শেষে এই শেয়ারের ক্লোজিং দর হয় ২২৮ টাকা ৭০ পয়সা। অর্থাৎ শেয়ারটির দর ১ টাকা ৮০ পয়সায় কমেছে। এর মাধ্যমে স্কয়ার ফার্মার সূচক ৪.৩৮ পয়েন্ট কমেছে। বাজারকে পতনে কোম্পানিটির সর্বোচ্চ অবদান রয়েছে।

অলিম্পিক

আগের কর্মদিন অলিম্পিকের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৯৫ টাকা ১০ পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ১৮৬ টাকা ৪০ পয়সায়। অর্থাৎ শেয়ারটির দর ৮ টাকা ৭০ পয়সা কমেছে। এর মাধ্যমে কোম্পানিটির সূচক ৩.৯৪ পয়েন্ট কমেছে। যা বাজারের পতনে দ্বিতীয় সর্বোচ্চ ভূমিকা।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবল

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের শেয়ারের ক্লোজিং দর আজ হয় ১৫৯ টাকা ৬০ পয়সায়। আগের দিন শেয়ারটির ক্লোজিং দর ছিল ১৬৪ টাকা ১০ পয়সা। অর্থাৎ আজ শেয়ারটির দর কমেছে ৪ টাকা ৫০ পয়সা। এর মাধ্যমে কোম্পানিটির সূচক কমেছে ৩.১৬ পয়েন্ট। এই সূচক পতনে কোম্পানিটি বাজারের পতনে তৃতীয় সর্বোচ্চ অবদান রেখেছে।

আজ বাজারকে পতনের দিকে ধরে রাখতে যেসব কোম্পানি ভূমিকা রেখেছে তাদের মধ্যে রেনেটার ৩.১১ পয়েন্ট, বৃটিশ আমেরিকান ট্যোবাকোর ২.৭৪ পয়েন্ট, বিকন ফার্মার ২.৪২ পয়েন্ট, গ্রামীণফোনের ২.১২ পয়েন্ট, লাফার্জহোলসিমের ১.৯৫ পয়েন্ট, খান ব্রাদার্সের ১.৬৩ পয়েন্ট, পদ্মা অয়েলের ১.৫১ পয়েন্ট, এমজেএলবিডির ১.২৩ পয়েন্ট এবং বিএসআরএম লিমিটেডের সূচক ১.২১ পয়েন্ট কমেছে।

বাজার বিশ্লেষকরা বলেন, যখন বেশিরভাগ কোম্পানির শেয়ার দর পতন হয় তখন বাজারকে ধরে রাখা প্রায় অসম্ভব হয়। তবে আজ বেশ কিছু কোম্পানি যারা বাজারের বড় পতনকে ঠেকিয়ে দিয়েছে। আজ যেসব কোম্পানি বাজারের পতনকে তরান্বিত করেছে সেগুলোর শেয়ার দর বাড়লে বাজারকে একটা ভালো অবস্থানে দেখা যেত। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহনেও বাজার ইতিবাচক প্রবণতায় থাকতে পারে। তাই প্রাতিষ্ঠানিকদের সবার আগে এগিয়ে এসে বাজারকে পতন থেকে ঠেকাতে হবে।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে