ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
Sharenews24

১৮ লাখ টাকা কর ফাঁকি সবজি বিক্রেতার!

২০২৪ জুন ০২ ২২:২৬:৪০
১৮ লাখ টাকা কর ফাঁকি সবজি বিক্রেতার!

নিজস্ব প্রতিবেদক : আয়কর ফাঁকি দেওয়ার খবর এখন আর চমকপ্রদ নয়। সব পেশার মানুষের বিরুদ্ধেই কমবেশি এই অভিযোগ তোলা হয়। তবে ভারতের উত্তরপ্রদেশের এক সবজি বিক্রেতার কর ফাঁকির খবর অনেককেই অবাক করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়াল জানিয়েছে, গত শুক্রবার আয়কর দপ্তর সায়নজি পুরিওয়ালা গাজিয়াবাদের মালিককে ১৭ লাখ ৮০ হাজার রুপির আয়কর নোটিস পাঠিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তাকে ওই টাকা জমা করতে বলা হয়েছে।

স্থানীয় জিএসটি কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে আয়কর দপ্তর হিসাব-কিতাব করে সবজি বিক্রেতাকে আয়কর নোটিস পাঠায়।

জিএসটি কর্তৃপক্ষ ওই সবজি বিক্রেতার ওপর নজর রাখছিল। তাদের সন্দেহ হয়েছিল, ওই বিক্রেতা জিএসটি ফাঁকি দিচ্ছেন। তারা দোকানের অদূরে এআই চালিত ছোট রোবট বসিয়ে রেখেছিল।

রোবট প্রতিদিনের বিক্রি সংক্রান্ত তথ্য জিএসটির আঞ্চলিক সদর দপ্তরে পাঠায়, যা বিশ্লেষণ করে দোকানের বিক্রির অংকের একটি ধারণা পাওয়া যায়। আর ব্যবসায়ীর দেওয়া তথ্যের সঙ্গে রোবটের দেওয়া তথ্যের কোনো মিল নেই।

সেই তথ্য আয়কর দপ্তরকে দেয় জিএসটি কর্তৃপক্ষ। আয়কর দপ্তর তথ্য বিশ্লষণ করে জানতে পারে বিগত কয়েক বছরে ওই ব্যবসায়ী প্রায় ১৮ লাখ রুপি কর ফাঁকি দিয়েছেন।

শেয়ারনিউজ, ০২ জুন ২০২৪

পাঠকের মতামত:

লাইফ স্টাইল এর সর্বশেষ খবর

লাইফ স্টাইল - এর সব খবর



রে