ঢাকা, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
Sharenews24

শাহ আমানতে বিমানের সীটের নিচে বিপুল পরিমান স্বর্ণ জব্দ, প্রবাসী যাত্রী গ্রেপ্তার

২০২৪ ডিসেম্বর ২৬ ১৯:১৬:৫১
শাহ আমানতে বিমানের সীটের নিচে বিপুল পরিমান স্বর্ণ জব্দ, প্রবাসী যাত্রী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ২০টি সোনার বার উদ্ধার করা হয়েছে। যার ওজন ২ কেজি ৩০০ গ্রাম, বাজার মূল্য ২ কোটি ৬০ লাখ টাকা।

এ সময় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে বিজি-১৪৮ ফ্লাইটে প্লাস্টিক টেপ দিয়ে মোড়ানো একটি খালি আসনের নীচ থেকে যৌথভাবে স্বর্ণ উদ্ধার করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল গণমাধ্যমকে জানান, দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটের ভেতর তল্লাশির মাধ্যমে এসব সোনা উদ্ধার করা হয়েছে। সোনাগুলো বিমানের ৯-জে সিটের নিচে প্লাস্টিক টেপ দিয়ে মুড়িয়ে বিশেষ কায়দায় লুকানো ছিল।

তিনি জানান, উদ্ধার করা স্বর্ণ বিমানবন্দর শুল্ক গোয়েন্দার কাছে হস্তান্তর করা হয়েছে। সোনাগুলো চোরাচালানের উদ্দেশ্যে বিশেষ কায়দায় লুকিয়ে আনায় এগুলো রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হবে।

তিনি আরও জানান, তদন্তের স্বার্থে আটক যাত্রীর পরিচয় গোপন রাখা হয়েছে। তবে তার বিরুদ্ধে চট্টগ্রামের পতেঙ্গা মডেল থানায় ফৌজদারি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে