ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
Sharenews24

পতনের তালিকার শীর্ষে ভালো ডিভিডেন্ডের দুই শেয়ার

২০২৪ ডিসেম্বর ২৬ ১৬:২১:৫৮
পতনের তালিকার শীর্ষে ভালো ডিভিডেন্ডের দুই শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) কিছুটা উত্থান হয়েছে শেয়ারবাজারে। উত্থান হলেও এদিন লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১২৮টি কোম্পানির শেয়ার দর পতন হয়েছে। তবে পতনের তালিকার শীর্ষে অবস্থান নিয়েছে ভালো ডিভিডেন্ড দেওয়া দুই কোম্পানির শেয়ার।

কোম্পানি দুইটি হলো : মার্কেন্টাইল ইন্স্যুরেন্স এবং যমুনা অয়েল।

সমাপ্ত বছরে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স বিনিয়োগকারীদের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। এই ক্যাশ ডিভিডেন্ড দেওয়া কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর আগের দিন ছিল ২৫ টাকায়। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ২২ টাকা ৫০ পয়সা। অর্থাৎ আজ শেয়ারটির দর ২ টাকা ৫০ পয়সা বা ১০ শতাংশ কমেছে।

আজ পতনের তালিকার শীর্ষে উঠে আসা আরেক কোম্পানি হলো যমুনা অয়েল। সমাপ্ত বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। এতো ভালো ডিভিডেন্ড দেওয়া কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর আগের দিন ছিল ১৮৬ টাকা ৪০ পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ১৭০ টাকা ৩০ পয়সায়। অর্থাৎ আজ শেয়ারটির দর ১৬ টাকা ১০ পয়সা বা ৮.৬৪ শতাংশ কমেছে।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে