ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫
Sharenews24

রাজমিস্ত্রী বউ ভাগিয়ে নিয়ে বিয়ে করায় মালিকের অভিনব প্রতিশোধ

২০২৪ অক্টোবর ০৫ ২১:০৮:৫৩
রাজমিস্ত্রী বউ ভাগিয়ে নিয়ে বিয়ে করায় মালিকের অভিনব প্রতিশোধ

নিজস্ব প্রতিবেদক : ভবনের কাজ করার সুবাদে মালিকের বউয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এক রাজমিস্ত্রীর। এরপর সম্পর্ক গভীর হলে রাজমিস্ত্রী ও মালিকের স্ত্রী পালিয়ে যায়।

এই ঘটনার প্রতিশোধ নিতে রাজমিস্ত্রীর স্ত্রীকে মালিক বিয়ে করে বসেন। এ নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে। এলাকাবাসী বলেছেন, যেমন কর্ম তেমন ফল। ঘটনাটি ঘটেছে খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভবনের কাজ করতে এসে মালিক কামালের স্ত্রীর সঙ্গে পরিচয় হয় রাজমিস্ত্রী মোস্তফা দফাদারের। আট দিনের পরিচয়, চার দিনের পরকীয়া ও পাঁচ দিন পর পালিয়ে তারা বিয়ে করেন।

রাজমিস্ত্রী মোস্তফা দফাদার উপজেলার শ্রীকান্ঠুপুর গ্রামের সামছুর দফাদারের ছেলে। সামছুর রহমান লস্কর ইউনিয়নের আলমতলা গ্রামের বাসিন্দা হলেও শ্রীকান্ঠুপুর গ্রামে ঘরজামাই থাকেন।

গত আগস্ট মাসের প্রথম সপ্তাহের দিকে রাড়ুলী গ্রামের কামাল সরদারের বাড়িতে রাজমিস্ত্রীর কাজ করতে আসেন মোস্তফা দফাদার। পরকীয়ার জের ধরে রাজমিস্ত্রী মোস্তফা ঘরের মালিকের স্ত্রীকে ১৫ আগস্ট ভাগিয়ে নিয়ে বিয়ে করেন।

বিষয়টি জানার পর ভবনের মালিক কামালের পরিবার ও এলাকাবাসীর পরিকল্পনায় যোগাযোগ করা হয় মোস্তফার স্ত্রীর পরিবারের সঙ্গে। একপর্যায়ে পাকাপোক্ত আলোচনা শেষে ১৯ সেপ্টেম্বর কামাল সরদারের সঙ্গে বিয়ে হয় রাজমিস্ত্রী মোস্তফার স্ত্রীর।

বিষয়টি উভয়পক্ষের কাছে জানতে চাইলে তারা স্বীকার করেন। সম্প্রতি বিষয়টি জানাজানি হলে সবার আলোচনায় বিষয়টি বেশ মুখরোচক হয়েছে। উভয়ের বাড়িতে ভিড় করছেন উৎসুক জনতা।

রাড়ুলী ইউপি সদস্য সহিলউদ্দি সরদার সংবাদ মাধ্যমকে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কামাল সরদারের সুন্দরী স্ত্রী রাজমিস্ত্রির সঙ্গে চলে গিয়েছিল। পরে দুই পরিবারের সঙ্গে আলোচনা করে রাজমিস্ত্রির বউকে কামাল বিয়ে করেছে।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

লাইফ স্টাইল এর সর্বশেষ খবর

লাইফ স্টাইল - এর সব খবর



রে