ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
Sharenews24

উত্তরবঙ্গ থেকে ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধের হুঁশিয়ারি

২০২৪ ডিসেম্বর ২৫ ১৭:১৫:৫২
উত্তরবঙ্গ থেকে ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক : নাটোরের নলডাঙ্গাবাসী উত্তরবঙ্গ থেকে ঢাকার সঙ্গে সব ধরনের রেল যোগাযোগ বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন। বুধবার (২৫ ডিসেম্বর) নলডাঙ্গা উন্নয়ন ফোরাম ও পজেটিভ নলডাঙ্গার ব্যানারে সকাল সাড়ে ১০টায় নলডাঙ্গা রেলওয়ে স্টেশন প্লাটফর্মে এক মানববন্ধনে এ হুঁশিয়ারি দেন তারা।

জানা গেছে, পার্বতীপুর-রাজশাহী-পার্বতীপুর রুটে চলাচল করা উত্তরা এক্সপ্রেস ট্রেনটির চলাচল গত ২০২৩ সালে ২২ ডিসেম্বর থেকে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। ট্রেনটি বন্ধের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।

মানববন্ধনে বক্তারা প্রধান উপদেষ্টা ও রেলওয়ের মহাপরিচালককে উদ্দেশ্য করে বলেন, ১ জানুয়ারি থেকে উত্তরা এক্সপ্রেস ট্রেন চালু না হলে- উত্তরবঙ্গ থেকে ঢাকার সঙ্গে সকল রেল যোগাযোগ বন্ধ করে দেওয়া হবে।

তারা বলেন, ট্রেন চলাচল বন্ধ থাকার কারণে ট্রেনে চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। একদিকে যেমন অন্য ট্রেনে বাড়তি চাপ বেড়েছে, অন্যদিকে বিকল্প হিসেবে চলাচল করতে গিয়ে বেশি ভাড়া গুণতে হচ্ছে নিম্ন আয়ের যাত্রীদের।

তারা আরও বলেন, আমাদের বীরকুৎসা থেকে নাটোর যাওয়া-আসা ভাড়া লাগে ৩০ টাকা। কিন্তু উত্তরা ট্রেনটি বন্ধের কারণে সিএনজিতে খরচ পড়ে ১২০ টাকা। আমাদের মতো নিম্ন আয়ের মানুষের যাতায়াতের স্বার্থে রেলওয়ে কর্তৃপক্ষের উচিত ট্রেনটি আবার চালু করা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন,নলডাঙ্গা উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের নাটোর জেলা সভাপতি,অধ্যাপক জিয়াউল হক জিয়া,নলডাঙ্গা বাজার মালিক ব্যবসায়ী-সমিতির সভাপতি নাসির উদ্দিন হক,নলডাঙ্গা স্টেশন মসজিদের ইমাম মোঃ সমসের আলী, নলডাঙ্গা শ্রমিক ফেডারেশনের সভাপতি ডাঃ মোঃ মামুনুর রশিদ মোল্লা, নলডাঙ্গা মালিক কর্মচারী শ্রমিক কল্যাণ ফেডারেশ সভাপতি মোঃ সাইফুল ইসলাম, নিরাপদ সড়ক চাই এর নলডাঙ্গা উপজেলা সভাপতি,লতিফুর রহমান,সাবেক সেনা সদস্য মোঃ মুনছুর রহমান,নলডাঙ্গা উন্নয়ন ফোরামের সদস্য রাজ্জাক প্রামানিক, রিয়াজুল জান্নাত মডেল মাদ্রাসার অধ্যক্ষ ও ইসলামী বক্তা মাওলানা আবু নওশাদ নোমানী,পজেটিভ নলডাঙ্গা সাবেক সভাপতি ডাঃ রেজাউল করিম বাবু,ছাত্র মহাইমিনুল হকসহ প্রমূখ।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে