ঢাকা, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
Sharenews24

হাসিনা-জয়ের বিরুদ্ধে ৩০ কোটি ডলার পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই

২০২৪ ডিসেম্বর ২৭ ২৩:১৮:৪৯
হাসিনা-জয়ের বিরুদ্ধে ৩০ কোটি ডলার পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়ম ও অর্থপাচারের অভিযোগ তদন্তে নেমেছে মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। ফেডারেল সংস্থাটি সম্প্রতি লন্ডন থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই বিষয়টি নিশ্চিত করেছে।

যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিসের সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি লিন্ডা স্যামুয়েলস এবং বিশেষ এজেন্ট লা প্রিভোটারের তথ্য অনুযায়ী, বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের ব্যাংক অ্যাকাউন্টে ৩০ কোটি (৩০০ মিলিয়ন) ডলার পাচার হয়েছে।

গত ৯ সেপ্টেম্বর এফবিআই-এর একটি প্রতিনিধি দল বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে এবং এই পরিস্থিতি নিয়ে বিস্তারিত তথ্য আলোচনা করে। ওই বৈঠকে বিপুল সংখ্যক প্রমাণও হস্তান্তর করা হয়।

দুদক কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ১ অক্টোবর, বাংলাদেশে ইইউ ডেলিগেশনের হেড অব কো-অপারেশন মাইকেল ক্রেজার নেতৃত্বে একটি প্রতিনিধিদল দুদকের তৎকালীন চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে পাচার হওয়া অর্থ ফেরত আনতে কারিগরি সহায়তা নিয়ে আলোচনা করে।

এখন দুদক শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন ডলারের পাচারের অভিযোগ তদন্ত শুরু করেছে। এফবিআইয়ের তদন্ত থেকে জানা যায়, সজীব ওয়াজেদ জয়ের নাম ২০১৪ সালে প্রথমবার নজরে আসে এবং তাঁর বিরুদ্ধে গুরুতর আর্থিক অসদাচরণের অভিযোগ উঠেছে।

বিশেষ তথ্য উদ্ধারের মাধ্যমে প্রমাণিত হয়েছে, জয় বিভিন্ন বিদেশি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ স্থানান্তর করেছেন। কেম্যান দ্বীপপুঞ্জ এবং হংকংয়ে বেআইনি তহবিল স্থানান্তরের অভিযোগ উঠেছে, যেখানে ৩০০ মিলিয়ন ডলার স্থানান্তরিত হয়েছে।

বাংলাদেশের অর্থনীতি সম্প্রতি প্রকাশিত একটি ডকুমেন্টে উল্লেখ করা হয়েছে, কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের অধীনে ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশ বছরে প্রায় ১৬ বিলিয়ন ডলার ক্ষতি দেখছে। এসব অভিযোগের ফলে সরকারি দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক আলোচনা ও তদন্ত শুরু হতে পারে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে