ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
Sharenews24

আনিসুল-সালমান-জিয়াকে অব্যাহতির চেষ্টা, তদন্ত কর্মকর্তা বরখাস্ত

২০২৪ ডিসেম্বর ২৫ ২২:০৪:০৩
আনিসুল-সালমান-জিয়াকে অব্যাহতির চেষ্টা, তদন্ত কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক: সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী কেন্দ্রীয় শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত করেছিল পুলিশের এক তদন্ত কর্মকর্তা, যে দুটি হত্যা মামলা জুলাই ও আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের সাথে সম্পর্কিত।

এছাড়াও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকেও অব্যাহতি দেয়ার চেষ্টা করা হয়েছিল।

তবে আদালতে বিষয়টি উপস্থাপনের আগেই ঘটনাটি ধরা পড়ে যায়। ফলে তদন্তের প্রক্রিয়া থমকে যায় এবং বর্তমানে পুনরায় তদন্ত শুরু করা হয়েছে।

নথিপত্র এবং পুলিশ সূত্রে জানা যায়, তদন্তকারী কর্মকর্তা তার ডিবিতে পরিচয় গোপন করে থানার পুলিশ হিসেবে চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দেয়ার চেষ্টা করেছিলেন। এক্ষেত্রে তিনি নিয়ম অনুযায়ী ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি নেননি এবং বিষয়টি জানাজানির পর অসুস্থতার অজুহাত দেখিয়ে তিনি ছুটিতে চলে যান।

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সালমান এফ রহমানকে সবুজ মিয়া ও মো. শাহজাহান মিয়া হত্যা মামলায় অব্যাহতি দেওয়া হয়েছিল। ১৬ জুলাই ঢাকার নিউমার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সবুজকে মারধর করা হয় এবং শাহজাহানকে গুলি করা হয়। ঘটনার পরেরদিন নিউমার্কেট থানায় মামলা করা হয়, যার বাদী ছিলেন সবুজের চাচাতো ভাই মো. নুরনবী এবং শাহজাহানের মা আয়শা বেগম।

৫ আগস্ট গণভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে ১৩ আগস্ট আনিসুল হক ও সালমানকে আটক করে এই দুই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এরপর ১৬ আগস্ট সেনাবাহিনী ছেড়ে আসা মেজর জেনারেল জিয়াকে গ্রেপ্তার করা হয়।

মামলা দুটির তদন্তের দায়িত্ব ছিল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের রমনার পরিদর্শক মো. জাহাঙ্গীর আরিফের। তিনি ২৩ অক্টোবর আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার চেষ্টা করেন।

বিষয়টি যখন জানাজানি হয়ে যায়, তখন তিনি নিজেকে নিউমার্কেট থানার পরিদর্শক পরিচয় দেন, কিন্তু আসলে তিনি ডিবিতে কর্মরত ছিলেন।

এ ঘটনাটি জানার পর ডিবির দায়িত্বপ্রাপ্ত ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন। এর পরিপ্রেক্ষিতে পরিদর্শক জাহাঙ্গীর আরিফকে সাময়িক বরখাস্ত করা হয়।

আরিফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে