ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫
Sharenews24

‘ভারত বন্ধুর বেশে এসে গত ৫৩ বছর ডাকাতি করেছে’

২০২৪ ডিসেম্বর ২৫ ২২:৪১:৫৪
‘ভারত বন্ধুর বেশে এসে গত ৫৩ বছর ডাকাতি করেছে’

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মন্তব্য করেছেন, ভারত বন্ধুর বেশে এসে গত ৫৩ বছর ধরে ডাকাতি করছে।

তিনি বুধবার (২৫ ডিসেম্বর) রাতে যশোর শহরের একটি হোটেলে অনুষ্ঠিত একটি সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “ভারত বন্ধুত্বের আড়ালে এসেছে এবং শুরু করেছে ডাকাতি। ১৬ ডিসেম্বর রেসকোর্স ময়দানে আত্মসমর্পণের সময় তারা আমাদের সব অস্ত্র নিয়ে যায়। ৫৩ বছর ধরে আমাদের সেই প্রিয় বন্ধুরা একটি গুলি খোসাও ফেরত দেয়নি। এ ধরনের বন্ধুত্ব কিভাবে হতে পারে?”

যশোরে সুধী সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন, যেখানে বিগত সরকারের সময়ে নির্যাতিত ও নিহতদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

ডা. শফিকুর রহমান ভারতের প্রধানমন্ত্রী মোদীর বাংলাদেশ বিজয় দিবস নিয়ে টুইট করলে সেখানে বাংলাদেশের নাম না থাকার অভিযোগ তুলে বলেন, “মোদী ছয় লাইনের একটি টুইট করেছেন। কিন্তু সেখানে বাংলাদেশের নাম একবারও নেই। এটি আমাদের জন্য খুবই দুঃখজনক।”

তিনি বলেন, “আমরা পিণ্ডির হাত থেকে মুক্তি পেয়েছি। কিন্তু দিল্লির কাছে আমরা এখনও জিম্মি। স্বাধীনতার সুরক্ষা আমাদের নিজেদেরই নিশ্চিত করতে হবে। আমাদের সন্তানের রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতার মর্যাদা রক্ষা করার দায়িত্ব আমাদের।”

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, “আওয়ামী লীগ শাসনের নামে শোষণ করে দেশে বিভক্তি সৃষ্টির কাজ করেছে। তারা মানুষের মান-ইজ্জত লুটে নিয়ে গেছে এবং ভারতকে এই দেশটি ইজারা দিয়েছে।”

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন এবং বক্তৃতা করেন।

মিজান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে