ঢাকা, বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
Sharenews24

রেনউইকের ব্যবসা পরিচালনার সক্ষমতা নিয়ে নিরীক্ষকের উদ্বেগ

২০২৪ ডিসেম্বর ২৬ ২২:৫৮:৫৮
রেনউইকের ব্যবসা পরিচালনার সক্ষমতা নিয়ে নিরীক্ষকের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়াত্ব প্রতিষ্ঠান রেনউইক যজ্ঞেশ্বর দুর্বল ব্যবসার কারণে টানা কয়েক বছর ধরে লোকসানে রয়েছে। যা কোম্পানির অস্তিত্বকে হুমকিতে ফেলে দিয়েছে। কোম্পানিটির ভবিষ্যত ব্যবসা পরিচালনা করার সক্ষমতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক।

শঙ্কা প্রকাশের কারণ হিসেবে নিরীক্ষক জানিয়েছেন, দীর্ঘমেয়াদি ঋণ পরিশোধে অক্ষমতা, ধারাবাহিক লোকসানে বড় পুঞ্জীভূত লোকসান ও গ্র্যাচুইটি প্রদান না করা।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই-সিএসই) মাধ্যমে নিরীক্ষক জানিয়েছেন, কোম্পানি কর্তৃপক্ষ মেশিনারী, ইক্যুপমেন্ট ও স্পেয়ার পার্টসের ইমপেয়ারম্যান্ট টেস্টের মাধ্যমে বাজার দর নির্ণয় করে না। যা না করে আর্থিক হিসাবে অতিরঞ্জিত সম্পদ দেখানো হতে পারে।

আর্থিক হিসাবে অগ্রিম কর হিসেবে ৪৬ লাখ টাকা প্রদান দেখানো হয়েছে বলে জানিয়েছেন নিরীক্ষক। তবে সীমাবদ্ধতার কারণে সত্যতা যাচাই করতে পারেনি নিরীক্ষক। একইভাবে কাঁচামাল সরবরাহকারীদের বকেয়া ৪ কোটি ২১ লাখ টাকার সত্যতা যাচাই করতে পারেনি।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে