ঢাকা, বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
Sharenews24

ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের চেয়ারম্যান নজিবুর কারাগারে

২০২৪ ডিসেম্বর ২৫ ২২:৩২:০৬
ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের চেয়ারম্যান নজিবুর কারাগারে

নিজস্ব প্রতিবেদক: দুই বছর আগে বিএনপির কার্যালয়ে পুলিশের অভিযানে গুলিতে নিহত বিএনপি কর্মী মকবুল হোসেনের ঘটনায় করা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান এবং ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের চেয়ারম্যান নজিবুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৫ ডিসেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা তিন দিনের রিমান্ড শেষে নজিবুর রহমানকে আদালতে নিয়ে আসেন এবং তার কারাগারে আটক রাখার আবেদন করেন।

এই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে, গত ১৮ ডিসেম্বর আদালত এ মামলায় তার তিন দিনের রিমান্ড অনুমোদন করেছিল।

২০২২ সালের ১০ ডিসেম্বর বিএনপি একদফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে। এর আগে ৭ ডিসেম্বর ডিবি পুলিশের সদস্য হারুন অর রশীদ, মেহেদী হাসান এবং বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালায়, যেখানে কার্যালয়ে ভাঙচুর ও সেখানে উপস্থিত নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হয়।

এই ঘটনায় মকবুল হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান। এরপর ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

নজিবুর রহমানের বিরুদ্ধে ঘুষ, পদোন্নতি-বদলি ও তদবির বাণিজ্য, প্লেসমেন্ট শেয়ার বাণিজ্য এবং প্রতিবন্ধী সাজিয়ে ছেলেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানোর মতো নানা অভিযোগ রয়েছে। তিনি প্রধানমন্ত্রীর মুখ্যসচিব পদ থেকে অবসরের পর ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের (সিএমএসএফ) চেয়ারম্যান পদে নিযুক্ত হন।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে