ঢাকা, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
Sharenews24

হাসিনাকে ফেরানোর চিঠি পেয়ে যা বলেছে ভারত

২০২৪ ডিসেম্বর ২৪ ০৭:৪৮:৪২
হাসিনাকে ফেরানোর চিঠি পেয়ে যা বলেছে ভারত

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এই চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন, তারা বিষয়টি নিয়ে এখন কিছু বলছেন না।

এর আগে কূটনৈতিক পত্র পাঠানোর বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

সোমবার (২৩ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, গত ৫ আগস্ট গণআন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ফেরাতে চিঠি পাঠানো হয়েছে।

শেখ হাসিনাকে ফিরে আনার প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ভারতের সঙ্গে আমাদের বন্দি বিনিময় চুক্তি রয়েছে এবং সে অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে।

এছাড়া, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সম্প্রতি উল্লেখ করেছিলেন যে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

এই পরিস্থিতিতে, বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া চলমান রেখেছে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে