ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
Sharenews24

‘পালিয়ে গিয়েও দেশকে অস্থির করার কর্মকাণ্ড চালাচ্ছে স্বৈরাচার’

২০২৪ ডিসেম্বর ২৬ ১৬:৪০:২৩
‘পালিয়ে গিয়েও দেশকে অস্থির করার কর্মকাণ্ড চালাচ্ছে স্বৈরাচার’

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, স্বৈরাচার পালিয়ে গেলেও শান্তি দিতে চাচ্ছে না। এই সমাজকে, দেশকে অস্থির করার জন্য ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) খুলনার ডুমুরিয়া উপজেলার আঠারোমাইল মোড়ে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আবহমানকাল থেকে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সব ধর্মের মানুষ মিলে-মিশে বসবাস করি। এমন দেশ দুনিয়ায় কমই আছে। অতীতে যারা শাসন করেছেন তারা দেশকে সাজাতে পারেননি, শুধু নিজেদের সাজিয়েছেন। দেশের মানুষকে কাজ দেয়ার পরিবর্তে রিজিক তুলে নিয়েছেন। লাখো বেকারের মিছিলে দেশ জর্জরিত।

তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে কলমের পরিবর্তে গুণ্ডাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছে। মানুষের টাকা বিদেশে পাচার করা হয়েছে। আমরা দেশকে ভালোবাসি, এ দেশটি আমরা গড়তে চাই। এমন সমাজ ও রাষ্ট্র গঠন করতে চাই, যেখানে দুর্নীতিবাজ দখলদার থাকবে না। আমাদের মা বোনেরা ইজ্জতের সঙ্গে চলাফেরা করতে পারবেন। যোগ্যতা অনুযায়ী যুবকরা যেন কাজ পায়, সেই সমাজ গড়ে তুলবো ইনশাআল্লাহ।

ডা. শফিকুর রহমান বলেন, এমন সমাজ আমরা কায়েম করতে চাই, যেখানে ন্যায়বিচার পাওয়ার জন্য আদালতের দরজায় মানুষকে কাঁদতে হবে না। আদালত নিজেই দায়িত্ব নিয়ে মানুষকে ন্যায়বিচার পাইয়ে দেবে। এ জন্য তৈরি থাকতে হবে কোরবানির জন্য, জিহাদের জন্য। মুক্তি অর্জন না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে।

পথসভায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও খুলনা জেলা আমির মাওলানা এমরান হুসাইন, সাতক্ষীরা জেলা আমির মাওলানা শহিদুল ইসলাম মুকুল।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে