ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
Sharenews24

সরকারের উদারতায় জাতিকে ভুগতে হবে

২০২৪ ডিসেম্বর ২৬ ১৩:৩৯:৫৬
সরকারের উদারতায় জাতিকে ভুগতে হবে

নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বাংলাদেশে যারা ‘ফ্যাসিজম’ কার্যকর করেছে, তাদের প্রতি অন্তর্বর্তী সরকারের ‘উদারতার’ পরিণামে জাতিকে ভুগতে হবে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ফেসবুকে পোস্টে এ কথা বলেন।

বুধবার গভীর রাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় দশ ঘণ্টা পর সেই আগুন নেভানো সম্ভব হয়।

বৃহস্পতিবার সকালে ফেসবুকে দেওয়া পোস্টে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘হাসিনার ঘি খাওয়া ফ্যাসিস্ট এনাবেলররাই এখন মানবাধিকারের আলাপ দিয়ে ফ্যাসিস্টদের পক্ষে "সিমপ্যাথি গেইন" ক্যাম্পেইন চালাচ্ছে। এই ক্যাম্পেইন না থামাতে পারলে আপনি শেষ।’

হাসনাত আবদুল্লাহ লিখেছেন, ‘আজকে আমলা আগামীকাল অন্য কেউ।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের ভূমিকা থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্ব পাওয়া আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও সচিবালয়ের অগ্নিকাণ্ডকে অন্তর্বর্তী সরকারকে ‘ব্যর্থ করার ষড়যন্ত্র’ হিসেবে দেখছেন।

বৃহস্পতিবার সকালে ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত সময়ে হওয়া অর্থলোপাট, দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনো জানা যায়নি। আমাদেরকে ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে, তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না।’

এস/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে