ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

ভারতের শেয়ারবাজারে হাহাকার, দু’দিনে ৮ লাখ কোটি টাকা গায়েব!

২০২৪ এপ্রিল ১৭ ১২:৪৩:৩৩
ভারতের শেয়ারবাজারে হাহাকার, দু’দিনে ৮ লাখ কোটি টাকা গায়েব!

ডেস্ক রিপোর্ট : ইরান-ইসরায়েল সংঘাতের জেরে ভারতের শেয়ারবাজারে চলছে হাহাকার। লাফিয়ে লাফিয়ে নামছে স্টকের গ্রাফ। যার জেরে গত দু'দিনে মার্কেট থেকে উবে গিয়েছে ৭ লাখ ৯৩ হাজার লাখ কোটি টাকা। শেয়ার সূচকের এহেন পতনে কপালে ভাঁজ পড়েছে তালিকাভুক্ত কোম্পানি থেকে শুরু করে ট্রেডারদের।

যদিও বিশেষজ্ঞদের দাবি, পরিস্থিতি এখনও হাতের বাইরে যায়নি। কারণ বিপদের সময় দুর্দান্ত পারফরম্যান্স করছে নিফটি নেক্সট ৫০। উল্লেখ্য, এদেশে মোট 2টি স্টক মার্কেট রয়েছে। সেগুলি হল বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই) ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই)। এর মধ্য এনএসই-র শেয়ার সূচক হল নিফটি ৫০।

যে কোম্পানিগুলি এতে যোগ দেবে সেগুলিকে ট্র্যাক করতে নিফটি নেক্সট ৫০-কে ব্যবহার করে ব্রোকারেজ ফার্ম। গত কয়েকদিনে এর গ্রাফ ঊর্ধ্বমুখী থাকায় ট্রেডারদের ভালো রিটার্নের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তাঁরা।

মার্কিন সংবাদ সংস্থা ব্লুমবার্গের অনুমান, আগামী বছর আরও বৃদ্ধি পাবে নিফটি নেক্সট ৫০-র গ্রাফ। ফলে এনএসই-তে তালিকাভুক্ত কোম্পানিগুলির মার্কেট ক্যাপ বাড়বে ৩৯ শতাংশ। গত বছর এই শেয়ার সূচকের রাজস্ব বৃদ্ধির পরিমাণ ছিল ৬৫ শতাংশ। যা পরিবর্তিত পরিস্থিতিতেও অব্যাহত থাকবে বলেই দাবি শেয়ার বিশেষজ্ঞদের।

স্টক মার্কেটের পরিসংখ্যান অনুযায়ী, ২০০৯-র পর থেকে ত্রৈমাসিক রেকর্ডের নিরিখের সবচেয়ে বড় লাফ দিয়েছে নিফটি নেক্সট ৫০। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের শেয়ার সূচক নিফটি ৫০-কেও ছাপিয়ে গিয়েছে এটি। যার জেরে চলতি বছরে নিফটি ৫০-এ অন্তর্ভুক্ত হতে পারে এমন কোম্পানিগুলির রাজস্বের পরিমাণ বেড়েছে ২০ শতাংশ। বর্তমানে নিফটির ৩.৫ শতাংশ বৃদ্ধিকে ছাপিয়ে গিয়েছে নিফটি নেক্সট ৫০।

বিশেষজ্ঞদের দাবি, নিফটি নেক্সট ৫০-র বুলিশ ট্রেন্ডের পিছনে রয়েছে একাধিক কারণ। প্রথমত, এর আওতায় থাকা কোম্পানিগুলির আয় দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। আগামী এক বছরে এগুলির রাজস্ব ৩৯ শতাংশ বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।

দ্বিতীয়ত, স্টক মার্কেট সার্বিকভাবে ভালো থাকায় বিনিয়োগকারীদের অনেকেই নিফটি ৫০-র অন্তর্ভুক্ত নয় এমন কোম্পানির শেয়ারে লগ্নি করতে আগ্রহ দেখাচ্ছেন। তাঁদের কাছে একটা ভালো বিকল্প হিসেবে আত্মপ্রকাশ করেছে নিফটি নেক্সট ৫০। সূত্র : এখনই সময়।

শেয়ারনিউজ, ১৭ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে