ঢাকা, বুধবার, ২০ আগস্ট ২০২৫
Sharenews24

আয় বৃদ্ধির ইতিবাচক প্রভাব ২ কোম্পানিতে

২০২৪ জানুয়ারি ২৫ ১৮:৩০:৫১
আয় বৃদ্ধির ইতিবাচক প্রভাব ২ কোম্পানিতে

নিজস্ব প্রতিবেদক : আয় বৃদ্ধির (ইপিএস) ইতিবাচক প্রভাব পড়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি। এগুলো হলো- বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড এবং জেমিনি সি ফুডস।

গতকাল অনুষ্ঠিত বোর্ড সভায় এ দুই কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এর মধ্যে জেমিনি সি ফুডসের দ্বিতীয় এবং বার্জার পেইন্টসের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানি ২টির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে। আয় বৃদ্ধির কারণে এই দুই কোম্পানিতে বিনিয়োগকারীদের আগ্রহে শেয়ার দরে প্রভাব পড়েছে। আজ এই ২ কোম্পানিরই শেয়ার দর বেড়েছে।

ডিএসই সূত্রে জানা যায়, বার্জার পেইন্টসের শেয়ার দর আগের দিনের তুলনায় ৩২ টাকা ৪০ পয়সা বা ১.৬৫ শতাংশ বেড়ে সর্বশেষ ১৯৯৮ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে, যা গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ।

কোম্পানিটি গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৩-ডিসেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৮ টাকা ৩০ পয়সা। গত বছর একই সময়ে ১৪ টাকা ৭৩ পয়সা আয় হয়েছিল। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে ৩ টাকা ৫৭ পয়সা।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (এপ্রিল,২৩-ডিসেম্বর,২৩) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪৯ টাকা ৩৮ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএস ছিলো ৪৪ টাকা ১৬ পয়সা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে ৫ টাকা ২২ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৮৯ টাকা ৭০ পয়সা।

এদিকে, জেমিনি সি ফুডসের শেয়ার দর আগের দিনের তুলনায় ১০ টাকা ৯০ পয়সা বা ৩.৩১ শতাংশ বেড়ে সর্বশেষ ৩৪০ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে।

জানা যায়, কোম্পানিটি গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (জুলাই’২৩-ডিসেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ১ পয়সা। গত বছর একই সময়ে ১ টাকা ৭২ পয়সা আয় হয়েছিল। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে ২ টাকা ২৯ পয়সা।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই,২৩-ডিসেম্বর,২৩) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪ টাকা ৬০ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিলো ৪ টাকা ৬ পয়সা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে ৫৪ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ৬১ পয়সা।

শেয়ারনিউজ, ২৫ জানুয়ারি ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে