ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
Sharenews24

ডিভিডেন্ড ঘোষণা ও আয় বৃদ্ধিতেও দর কমেছে

২০২৪ জানুয়ারি ২৫ ১৭:৪৪:১০
ডিভিডেন্ড ঘোষণা ও আয় বৃদ্ধিতেও দর কমেছে

নিজস্ব প্রতিবেদক : গত ২৩ জানুয়ারি সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৩০ জুন ২০২৩ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইল। ২০২২ অর্থবছরেও কোম্পানিটি ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল কোম্পানিটি।

২৩ জানুয়ারি ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি কোম্পানিটি প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর’২৩) ও দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর’২৩) অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বেড়েছে। এরপরও গত ৩ কার্যদিবস ধরেই কোম্পানিটির শেয়ার দর কমেছে।

ডিএসই সূত্রে জানা যায়, আজ এ কোম্পানির শেয়ার দর আগের দিনের তুলনায় ২ টাকা ১০ পয়সা বা ৫.৫১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৬ টাকায়। যা গত ২ বছরের মধ্যে সর্বনিম্ন। দীর্ঘদিন ধরেই কোম্পানিটি ফ্লোর প্রাইসে আটকে ছিল।

গত ৩ কার্যদিবসে ৭ টাকা ৯০ পয়সা বা ১৭.৯৯ শতাংশ দর কমেছে। বর্তমানে কোম্পানিটির শেয়ার দর সম্পদমূল্যের নিচে লেনদেন হচ্ছে। কোম্পাটির বর্তমান পিই রেশিও ১২.৪১ পয়েন্ট, যা বিনিয়োগ অনুকুলে।

জানা যায়, প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৬৫ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ৬৪ পয়সা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় আয় বেড়েছে ১ পয়সা।

প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৯ টাকা ২১ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ৩৮ টাকা ৮২ পয়সা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় এনএভি বেড়েছে ৩৯ পয়সা।

দ্বিতীয় প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর’২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১ টাকা ৪৫ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ১ টাকা ২৩ পয়সা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির আয় বেড়েছে ২২ পয়সা।

দ্বিতীয় প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর’২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ৪০ টাকা ১ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ৩৯ টাকা ১ পয়সা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির এনএভি বেড়েছে ১ টাকা।

২০১২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটির অনুমোতি ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ৪৭৫ কোটি টাকা ও ১৬৭ কোটি ৭৩ লাখ ৫০ হাজার টাকা। বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ৩৬১ কোটি ৯৯ লাখ টাকা।

কোম্পানিটির ১৬ কোটি ৭৭ লাখ ৩৪ হাজার ৭৬৭টি শেয়ারের মধ্যে- ৬০.৩৮ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৩০.৫৫ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ০.০৭ শতাংশ বিদেশি এবং ৯.০০ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

শেয়ারনিউজ, ২৫ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে