ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

এক নজরে বছরের প্রথম সপ্তাহের শেয়ারবাজার

২০২৪ জানুয়ারি ০৬ ০৮:০৬:১৩
এক নজরে বছরের প্রথম সপ্তাহের শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক : বছরের প্রথম সপ্তাহে দেশের উভয় শেয়ারবাজারে সূচক ও লেনদেন কমেছে। তবে পতনের মধ্যেও বাজার মূলধন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

ডিএসইর বাজার মূলধন বেড়েছে ০.০৩ শতাংশ বা ২৩০ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৮১ হাজার ৭৯ কোটি টাকা। আর গত সপ্তাহের শেষ কার্যদিবসে মূলধন ছিল ৭ লাখ ৮০ হাজার ৮৪৯ কোটি টাকা।

তবে গত সপ্তাহের চেয়ে কমেছে ডিএসইর দুটি সূচক। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ২.৩৩ পয়েন্ট বা ০.০৪ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমেছিল ২.৭৯ পয়েন্ট বা ০.০৪ শতাংশ। এদিকে, ডিএসইএস সূচক কমেছে ১.৩২ পয়েন্ট বা ০.১০ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমেছিল ১.৩১ পয়েন্ট বা ০.১০ শতাংশ। তবে ডিএসই-৩০ সূচক বেড়েছে ০.৪৩ পয়েন্ট বা ০.০২ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমেছিল ০.৭৫ পয়েন্ট বা ০.০৪ শতাংশ।

সূচকের এ নিম্নমুখী প্রবণতার পাশাপাশি ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণও। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৫৯৭ কোটি ২৭ লাখ টাকা। আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ২ হাজার ১৬ কোটি ৪৬ লাখ টাকা। লেনদেন কমেছে ৪১৯ কোটি ১৯ লাখ টাকা বা ২০.৭৯ শতাংশ।

এছাড়া প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ২০.৭৯ শতাংশ বা ১০৪ কোটি ৮০ লাখ টাকা। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৩৯৯ কোটি ৩১ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৫০৪ কোটি ১১ লাখ টাকা।

সপ্তাহজুড়ে ডিএসইতে ৪০৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৭২টি কোম্পানির, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২০১টি কোম্পানির শেয়ারের দাম। লেনদেনের শীর্ষে ছিল সি পার্ল।

এছাড়া বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম, অলিম্পিক এক্সেসরিস, ওরিয়ন ইনফিউশন, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, স্ট্যান্ডার্ড ইন্সুরেন্স, খান ব্রাদার্স ও এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ ছিল শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)

সপ্তাহ ব্যবধানে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ০.০৬ পয়েন্ট ও সিএসসিএক্স ০.০৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৮ হাজার ৫০৮.৫৩ পয়েন্টে ও ১১ হাজার ৬৮.৫৮ পয়েন্টে।্ এছাড়া এই সময় সিএসআই সূচক ০.১১ পয়েন্ট ও সিএসই-৫০ সূচক ০.০৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১৭৭.২৯ পয়েন্টে ও ১ হাজার ২৯৮.৯৯ পয়েন্টে। তবে বেড়েছে সিএসই-৩০ সূচক। সূচকটি ০.০১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৩০৬.৫৪ পয়েন্টে।

সপ্তাহ ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ১৫ কোটি ৫৭ লাখ টাকা। লেনদেন হয়েছে ৩১ কোটি ১৩ লাখ টাকা, আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪৬ কোটি ৭০ লাখ লাখ টাকা।

সপ্তাহজুড়ে সিএসইতে ২৮১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪৩টির, কমেছে ৮৫টির ও অপরিবর্তিত রয়েছে ১৫৩টি কোম্পানির শেয়ার দর।

শেয়ারনিউজ, ০৬ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে