ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

অনাহুত আতঙ্কের পর অবশেষ ঊর্ধ্বমুখী ধারায় শেয়ারবাজার

২০২৪ জানুয়ারি ০৩ ১৫:০৮:১২
অনাহুত আতঙ্কের পর অবশেষ ঊর্ধ্বমুখী ধারায় শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক : পুরাতন বছরের শেষ দিন উত্থান প্রবণতায় ছিল দেশের শেয়ারবাজার। বিনিয়োগকারীরা আশা করেছিল ২০২৪ সালে শুরুর দিকও বাজার ভালো থাকবে।

কিন্তু নতুন বছরের শুরুর দিনই বিনিয়োগকারীদের সেই স্বপ্ন ভেঙ্গে যায়। সেদিন বাজার আচমকা পতনের ধারায় ধাবিত হয়। তারপর দ্বিতীয় দিন পতনের ধারাবাহিকতা আরও গভীরতর হয়। যার কারণে তাদের হিসাব-নিকাশে ঘটে বড় ছন্দপতন।

প্রথম দুই দিনের আচমকা পতনে বিনিয়োগকারীদের মতো এক ধরনের আতঙ্ক তৈরি হয়। বিনিয়োগকারীরা আশঙ্কা করছিলেন, নির্বাচনের আগের বাকি দুই দিনও বাজার খারাপ থাকবে।

এদিকে টেকনিক্যাল অ্যানালাইসিসেও দেখা যায়, বাজারের যে সার্পোট ছিল, ওই দুই দিন তা ভেঙ্গে যায়। যে কারণে টেকনিক্যাল অ্যানালিস্টরাও বাজার নিয়ে খুব একটা আশাবাদী ছিলেন না। বিশেষ করে ভোটের আগের দুই দিন। তারপরও তারা আশা করেছিলেন, বাজার হয়তো কোথায় সাপোর্ট নিয়ে আবারও ঘুরে দাঁড়াবে।

তাদের সেই আশা সত্যি হয়েছে। আজ বছরের তৃতীয় দিন বুধবার (০৩ জানুয়ারি) লেনদেনের শুরু থেকে বাজারে এক ধরনের আতঙ্ক বিরাজ করলে বিনিয়োগকারীরা দিনভরই লেনদেনে সতর্ক থাকে। আজ বড় বিনিয়োগকারীরাও বাজারে কিছুটা সক্রিয় থাকে। যার ফলে গত কয়েকদিন যাবত অস্বাভাবিক পতনে থাকা কম দামের শেয়ারগুলো আবারও ঘুরে দাঁড়ায়। যার ফলে বিনিয়োগকারীদের মধ্যে ধীরে ধীরে আস্থা তৈরি হতে থাকে এবং দিনশেষে বাজার উত্থানের পথেই ফিরে আসে।

তবে বিনিয়োগকারীদের সতর্কতার কারণে আজ বাজারে লেনদেন অনেক কমে গেছে। অন্যদিকে, লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে শেয়ারদর বৃদ্ধির চেয়ে পতনের পাল্লাও ভারি ছিল। তারপরও বড় পতনে থাকা সী পার্ল রিসোর্ট, এমারেন্ড ওয়েল, অ্যালিম্পিক অ্যাক্সেসরিজ, প্যাসেফিক ডেনিমস-পিডিএল, সেন্ট্রাল ফার্মার মতো শেয়ারগুলোতে চাঙ্গাভবে ফেরায় বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের স্বস্তি দেখা যায়।

আজ ডিএসইতে ২৯২ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয় ২২৪ কোটি ৭৪ লাখ টাকা কম। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৫১৬ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার।

এদিন ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৩৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ০.৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯২ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৭টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮০টির।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৩ কোটি ৮১ লাখ ০১ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১৪ কোটি ২৩ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার ও ইউনিট।

আজ সিএসইতে ১৫৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৪টির, কমেছে ৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৫টি প্রতিষ্ঠানের।

আগের দিন সিএসইতে ২০৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার মধ্যে দর বেড়েছিল ৫১টির, কমেছিল ৫৬টির এবং অপরিবর্তিত ছিল ৯৬টি প্রতিষ্ঠানের।

শেয়ারনিউজ, ০৩ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে