ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

তিন শেয়ার আতঙ্কে ঊর্ধ্বমুখী বাজারের ছন্দপতন

২০২৩ ডিসেম্বর ২৭ ১৫:২৯:৪৪
তিন শেয়ার আতঙ্কে ঊর্ধ্বমুখী বাজারের ছন্দপতন

নিজস্ব প্রতিবেদক : আগের দিন ব্যাংক সমন্বয়ের শেষ দিনেও শেয়ারবাজার বড় উত্থানের পথে ছিল। তারই ধারাবাহিকতায় আজ বুধবার (২৭ ডিসেম্বর) উত্থান প্রবণতায় শেয়ারবাজারের লেনদেন শুরু হয়। কিন্তু শুরুতেই সী পার্ল রিসোর্টের শেয়ার সার্কিট ব্রেকারের সর্বনিম্ন দামে ক্রেতাশুন্য হয়ে যায়। লেনদেনের শুরুতেই কোম্পানিটির প্রায় ৬০ লাখ শেয়ারের বিক্রির অফার দেওয়া হয়। এতে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরণের আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ৮ পয়েন্টের কাছাকাছি পৌঁছে যায়। কিন্তু আতঙ্কের চাপে সূচক টানা নেমে ২ পয়েন্টের নিচে পড়ে যায়। কোম্পানিটির শেয়ার গত চার দিন যাবত সর্বনিম্ন দামে ক্রেতাশুন্য করে রাখা হচ্ছে।

বেলা পৌনে ১১টার পর চাপ সামলিয়ে বাজার আবার ওপরে উঠতে থাকে। এক পর্যায়ে সূচক ৯ পয়েন্ট অতিক্রম করে যায়। তখন এমারেন্ড ওয়েলের শেয়ার ক্রেতাশুন্য হয়ে যায়। ক্রেতাশুন্য করে কোম্পানিটিরও লাখ লাখ শেয়ার বিক্রির অফার দেওয়া হয়। এই শেয়ারটিও গত কিছুদিন যাবত অস্বাভাবাবিক সেল প্রেসার দিয়ে পতন ঘটাচ্ছে।

তারপর বাজার যখন আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল, তখন ওরিয়ন ইনফিউশনের শেয়ারে চলে হঠাৎ ঢালাও পতন। দিনের প্রথম ভাগে আগের দিনের চেয়ে বেশি দামে লেনদেন হওয়া শেয়ারটির হঠাৎ পতন শুরু হয়। তারপর কিছুক্ষণ উত্থান-পতন ঘটিয়ে দিনের মধ্যভাগেই ক্রেতাশুন্য করা হয়। তখন বাজারে আতঙ্ক আরও ঘনীভূত হয়। যার ফলে বাজার আর ঘুরে দাঁড়াতে পারেনি। ধারাবহিকভাবে নেতিবাচক অবস্থানে স্থান নেয়।

আজ সী পার্ল, এমারেন্ড ওয়েল এবং ওরিয়ন ইনফিউশনের শেয়ার সার্কিট ব্রেকারের সর্বনিম্ন দরে ক্রেতাশুন্য থাকে। এই তিন কোম্পানির অস্বাভাবিক পতনে ডিএসই’র সূচক কমেছে ৭ পয়েন্টের বেশি। কোম্পানি ৩টির শেয়ার আজ এভাবে না পড়লে বাজার ইতিবাচক প্রবণতাই থাকতো বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

আজ ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৪৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৮৭ পয়েন্টে।

ডিএসইতে আজ ৪৮৩ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ২২ কোটি ৩৫ লাখ টাকা বেশি। আগের দিন ডিএসইতে ৪৬০ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ ডিএসইতে ৩৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৯টির।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ১২ কোটি ৭৪ লাখ ৮০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১৩ কোটি ৬৬ লাখ ৯১ হাজার টাকার শেয়ার ও ইউনিট।

আজ সিএসইতে ১৮৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৯টির, কমেছে ৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টি প্রতিষ্ঠানের।

আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ২০৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। যারর মধ্যে দর বেড়েছিল ৫৪টির, কমেছিল ৪৬টির এবং অপরিবর্তিত ছিল ১০৮টি প্রতিষ্ঠানের।

শেয়ারনিউজ, ২৭ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে