ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
Sharenews24

সাবেক পরিবেশ মন্ত্রীর জমিসহ ব্যাংক হিসাব ফ্রিজ

২০২৫ আগস্ট ১৯ ২০:৩৬:৩৮
সাবেক পরিবেশ মন্ত্রীর জমিসহ ব্যাংক হিসাব ফ্রিজ

নিজস্ব প্রতিবেদক: সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী শাহাব উদ্দিন ও তার ছেলে জাকির হোসেন জুমনের ৫ কাঠা জমি এবং ৮টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন।

জব্দের আদেশ দেওয়া ৫ কাঠা জমি উত্তরা ২নং সেক্টরে অবস্থিত, যার মূল্য ৩২ লাখ ৩৯ হাজার ১০০ টাকা। এছাড়া বিভিন্ন ব্যাংকের ৮টি হিসাবে জমা টাকার পরিমাণ ৮১ লাখ ২৮ হাজার ৩৬৭ টাকা।

দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক মো. আলমগীর হোসেন এই আবেদন করেন। দুদকের আবেদনে বলা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ পূর্বক সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অনুসন্ধানের স্বার্থে এসব হিসাব ফ্রিজ ও ক্রোক করা একান্ত প্রয়োজন। ‎

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে