ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
Sharenews24

বিশ্বকাপের টিকিট ছাড়ার দিনক্ষণ চূড়ান্ত আইসিসির

২০২৩ আগস্ট ১০ ০৬:৪১:৫৪
বিশ্বকাপের টিকিট ছাড়ার দিনক্ষণ চূড়ান্ত আইসিসির

নিজস্ব প্রতিবিদেক : আগামী অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হবে ১৩তম ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ। এরই মধ্যে পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

এদিকে, দুই মাসের কম সময় থাকতেই মাঠে বসে খেলা উপভোগ করার জন্য টিকিট ছাড়ার সময় জানিয়েছে আইসিসি। চলতি মাস থেকেই পাওয়া যাবে এই মেগা আসরের প্রস্তুতি এবং মূলপর্বের ম্যাচের টিকিট।

বিশ্বকাপের আয়োজক কতৃপক্ষ জানিয়েছে, আগামী ২৫ আগস্ট থেকে পাওয়া যাবে ভারত বিশ্বকাপের টিকিট। এছাড়া ১৫ আগস্ট থেকে আগ্রহী ব্যক্তিরা নিবন্ধন করতে পারবেন। যারা আগে নিবন্ধন করবেন তারা টিকিট-সংক্রান্ত খবর আগে পাবেন। স্বাগতিক ভারতের ম্যাচ ছাড়া বাকি সব ম্যাচের টিকিট একইসঙ্গে ছাড়বে আইসিসি।

বিসিসিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হেমাং আমিন বলেন, ‘২০২৩ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপের অফিশিয়াল টিকিটের তথ্য ও আপডেটের জন্য সমর্থকেরা নিবন্ধন করতে পারবেন। এ ঘোষণা দিতে পেরে আমরা খুবই আনন্দিত। সূচিতে পরিবর্তনের পর টিকিট ছাড়ার দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে। উচ্চমানের ক্রিকেট দেখতে সমর্থকরা টিকিট কেনার জন্য অপেক্ষা করবেন। সব ভেন্যুতে আপনাদের আনন্দময় অভিজ্ঞতা দিতে সব পদক্ষেপই নেবে বিসিসিআই।’

আইসিসির ইভেন্টস প্রধান ক্রিস টেটলি বলেন, ‘এ মাস থেকেই বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হবে। ক্রিকেটের কোটি কোটি সমর্থকরা পরের সপ্তাহ থেকেই নিবন্ধন করতে পারবেন। আপনাদের অনুরোধ জানাবো সবচেয়ে বড় ক্রিকেট বিশ্বকাপের অংশ হতে। সূচিতে পরিবর্তনের পর খেলোয়াড় ও সমর্থকদের সুন্দর অভিজ্ঞতা নিশ্চিত করা হবে।’

তিনি জানান, স্বাগতিক ভারত বাদে বাকি সব ম্যাচের টিকিট একই সঙ্গে ছাড়বে আয়োজকরা। তাছাড়া সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের টিকিট আরও পরে ছাড়ার পরিকল্পনা আইসিসির।

শেয়ারনিউজ, ১০ আগস্ট ২০২৩

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে