ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

সাকিব দুই বছর খেলবে কিনা সন্দেহ পাপনের

২০২৩ আগস্ট ০৯ ২১:৫৮:৩৩
সাকিব দুই বছর খেলবে কিনা সন্দেহ পাপনের

ক্রীড়া প্রতিবেদক : যখন এশিয়া কাপ শুরুর মাত্র ২৫ দিন বাকি, তখন অধিনায়ক বাছাইয়ে ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (০৩ আগস্ট) তামিম ইকবাল ওয়ানডে দলের নেতৃত্ব ছাড়ার পর থেকেই এ নিয়ে দোলাচল শুরু হয়।

অধিকাংশ টাইগার ক্রিকেটভক্ত ও সাবেক ক্রিকেটাররা অধিনায়কের দৌড়ে সাকিব আল হাসানকেই এগিয়ে রেখেছেন। তবে সাকিবই টাইগারদের নেতৃত্বের আসনে বসবেন কিনা তা নিয়ে এখনও আলোচনা হয়নি বলে জানালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

শনিবার (০৫ আগস্ট) সন্ধ্যায় মিডিয়ার মুখোমুখি হয়েছিলেন বিসিবি সভাপতি। এ সময় তার কাছে সাকিবকে অধিনায়ক করার বিষয়ে জানতে চাওয়া হয়। জবাবে তিনি জানান, সাকিবকে অধিনায়ক করলে তিনি আরও দুই বছর খেলবেন কিনা তা নিয়ে সন্দেহ আছে।

বিসিবি সভাপতি বলছিলেন, ‘সাকিবের নাম আসা তো অবশ্যম্ভাবী। এটা তো আবশ্যিক পছন্দ। কিন্তু আপনি কি বলতে পারেন দুই বছর খেলবে সাকিব? জানি না তো! ওর পরিকল্পনা, ওর সঙ্গেও তো বসতে হবে। আমরা একটু জেনে নেই। এটা নিয়ে কথাবার্তা বলতে হবে। বোর্ডের সবার সঙ্গে কথা বলতে হবে। ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে হবে। তবে এটা ঠিক, সবচেয়ে ইজিয়েস্ট হচ্ছে সাকিবকে বানিয়ে দেওয়া। এটাতে কোনো সমস্যা নেই।’

এদিকে সাকিবই বা অধিনায়কত্ব নিতে দায়িত্ব নিতে রাজি হবেন কিনা, সেই প্রশ্নও থেকে যায়। বোর্ড প্রধান বলছিলেন, ‘এখন পর্যন্ত চয়েজ ঠিক করিনি। ঠিক করার আগে ওদের সঙ্গেও কথা বলতে হবে। অনেক সময় অনেক প্লেয়ারকে বললে, সে নাও রাজি হতে পারে।’

তিনি বলেন, ‘এখানে দুটি সমস্যা, সেটা লম্বা সময়ের জন্য চিন্তা করতে গেলে একরকম। আবার আরেকটা সমস্যা হচ্ছে বিশ্বকাপ। বিশ্বকাপের চাপটাও কিন্তু কম না। এটা এত সহজ না। আমি নতুন একজনকে বানিয়ে দেব, সে এই চাপটা নিতে পারবে কিনা, সেটাও বিষয়।

তিনি আরও বলেন, আবার যদি লম্বা সময়ের জন্য চিন্তা করেন, তাহলে আমি এখন একজনকে বানাবো; কিন্তু দেখা যাবে এক বছর পর সে থাকবে না। তো লম্বা সময়ের জন্য হবে কিভাবে? এই জিনিসগুলো নিয়েই আলাপ করতে হবে।

শেয়ারনিউজ, ০৬ আগস্ট ২০২৩

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে