ঢাকা, রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬
Sharenews24

সূচক নিম্নমুখী, তবুও মার্কেট মুভারে সক্রিয় সাত কোম্পানি

২০২৬ জানুয়ারি ২৫ ১৫:৩৯:৫০
সূচক নিম্নমুখী, তবুও মার্কেট মুভারে সক্রিয় সাত কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : সূচকের পতনের মধ্য দিয়ে আজ (২৫ জানুয়ারি ২০২৬) সপ্তাহের প্রথম কার্যদিবস শুরু হয়েছে শেয়ারবাজারে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেনের পরিমাণ কমেছে।

রোববার ডিএসইর লেনদেন তালিকা বা মার্কেট মুভারে নেতৃত্বে যুক্ত হয়েছে নতুন সাতটি কোম্পানি। কোম্পানিগুলো হলো— সোনালী পেপার, প্রগতী লাইফ ইন্স্যুরেন্স, খান ব্রাদার্স, শাহজীবাজার পাওয়ার, প্রগতী ইন্স্যুরেন্স, সিটি ব্যাংক এবং এপেক্স স্পিনিং। ডিএসইর বাজার পর্যালোচনা থেকে এসব তথ্য জানা গেছে।

মার্কেট মুভারে থাকা কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ডমিনেজ স্টিলের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ৫১ লাখ ১৭ হাজার টাকার। এদিন কোম্পানিটির শেয়ার দর ১৩ টাকা ৮০ পয়সা বা ৬.১৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৩৮ টাকা ৪০ পয়সায়। লেনদেন চলাকালে শেয়ারটির দর ২২৪ টাকা ৭০ পয়সা থেকে সর্বোচ্চ ২৪২ টাকা ৯০ পয়সার মধ্যে ওঠানামা করে।

দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে প্রগতী লাইফ ইন্স্যুরেন্সের। আজ ডিএসইতে কোম্পানিটির মোট শেয়ার লেনদেনের পরিমাণ ছিল ১১ কোটি ৬৫ লাখ ৩৩ হাজার টাকা। এদিন শেয়ারটির দর ১১ টাকা বা ৬.০২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯৩ টাকা ৭০ পয়সায়। লেনদেনের সময় শেয়ারটির দর ১৮০ টাকা ২০ পয়সা থেকে ২০০ টাকা ৩০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।

তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে খান ব্রাদার্স। আজ ডিএসইতে কোম্পানিটির মোট শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি ৮৮ হাজার টাকার। এদিন শেয়ারটির দর ১ টাকা ২০ পয়সা বা ২.৪০ শতাংশ বেড়ে ৫১ টাকা ১০ পয়সায় লেনদেন শেষ হয়। দিনের লেনদেনে শেয়ারটির দর ৫০ টাকা ৩০ পয়সা থেকে ৫২ টাকা ৮০ পয়সার মধ্যে ঘোরাফেরা করে।

এ ছাড়া অন্যান্য কোম্পানির মধ্যে শাহজীবাজার পাওয়ারের শেয়ার লেনদেন হয়েছে ৯ কোটি ৭৮ লাখ ৪২ হাজার টাকা, প্রগতী ইন্স্যুরেন্সের ৯ কোটি ১৯ লাখ ৩৮ হাজার টাকা, সিটি ব্যাংকের ৮ কোটি ৯৩ লাখ ৭২ হাজার টাকা এবং এপেক্স স্পিনিংয়ের ৮ কোটি ৮৩ লাখ ১৪ হাজার টাকা।

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে