ঢাকা, শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬
Sharenews24

কানাডাকে নিয়ে ট্রাম্পের নতুন অভিযোগ

২০২৬ জানুয়ারি ২৪ ১৫:৪০:১২
কানাডাকে নিয়ে ট্রাম্পের নতুন অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : চীনের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি করার জেরে কানাডার বিরুদ্ধে তীব্র মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, এক বছরের মধ্যেই চীন কানাডাকে ‘গিলে খাবে’।

কয়েকদিন আগে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নে চীনের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেন। ওই চুক্তির আওতায় দুই দেশের মধ্যে কিছু পণ্যের আমদানি-রপ্তানিতে শুল্ক উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে।

এ বিষয়ে শুক্রবার (২৩ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ পোস্ট করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সহযোগিতা নেওয়ার পরিবর্তে কানাডা চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করছে, যা তাদের জন্য বিপজ্জনক হতে পারে।

ট্রাম্প আরও অভিযোগ করেন, ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের গোল্ডেন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের উদ্যোগের বিরোধিতা করছে কানাডা। অথচ এই প্রতিরক্ষা ব্যবস্থা চালু হলে কানাডাও সরাসরি সুরক্ষা সুবিধা পাবে।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন,‘গ্রিনল্যান্ডে গোল্ডেন ডোম স্থাপনের বিরুদ্ধে কানাডা অবস্থান নিয়েছে। অথচ এটি কানাডাকেও রক্ষা করবে। আমাদের সহায়তা না করে তারা চীনের সঙ্গে ব্যবসা করার পক্ষে ভোট দিয়েছে—যারা এক বছরের মধ্যেই কানাডাকে গিলে খাবে।’

দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর থেকেই কানাডার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন ট্রাম্প। বিভিন্ন সময় দেশটির নেতৃত্বের সমালোচনাও করেছেন তিনি।

বর্তমানে কানাডার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার যুক্তরাষ্ট্র। এরপরই রয়েছে চীন। যদিও একসময় দুই দেশের সম্পর্কে টানাপোড়েন ছিল, তবে সাম্প্রতিক সময়ে আবারও বাণিজ্যিক সম্পর্ক জোরদারের চেষ্টা চলছে।

গত সপ্তাহে বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ডে গোল্ডেন ডোম স্থাপন করা হলে কানাডা স্বাভাবিকভাবেই এর সুবিধা ভোগ করবে এবং নিরাপত্তা পাবে। সে সময় তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের কারণেই কানাডা টিকে আছে এবং দেশটি বিনামূল্যে যুক্তরাষ্ট্রের নানা সুবিধা পাচ্ছে।

ট্রাম্প বলেন,‘আমরা গোল্ডেন ডোম স্থাপন করব, যা কানাডাকেও রক্ষা করবে। কানাডা আমাদের কাছ থেকে অনেক কিছু বিনামূল্যে পায়। তাদের আমাদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত।’

তবে ট্রাম্পের এসব মন্তব্য প্রত্যাখ্যান করেছেন কানাডার প্রধানমন্ত্রী। তিনি বলেন,‘কানাডা যুক্তরাষ্ট্রের জন্য বেঁচে নেই। আমরা সফল হচ্ছি কারণ আমরা কানাডিয়ান।’

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে