ঢাকা, শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬
Sharenews24

নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায় ডিম নিক্ষেপ

২০২৬ জানুয়ারি ২৩ ২৩:২৭:৩৩
নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায় ডিম নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ঢাকা-৮ আসনে নির্বাচনী প্রচারণার সময় এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ও ১০ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় সিদ্ধেশ্বরী রোডের মৌচাক এলাকায় একটি গলিতে তাঁর পথসভা চলাকালে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ওপর থেকে ডিম নিক্ষেপ করে। এই ঘটনার পর সেখানে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, নাসীরুদ্দীন পাটওয়ারী যখন মৌচাক এলাকায় গণসংযোগ করছিলেন, ঠিক তখনই পাশের একটি বহুতল ভবন থেকে হঠাৎ ডিম ছুড়ে মারা হয়। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হলেও দলীয় কর্মীরা দ্রুত সবকিছু নিয়ন্ত্রণে আনেন। কোনো ধরণের উসকানিতে পা না দিয়ে সবাইকে শান্ত থাকতে এবং ধৈর্য ধারণ করার বিশেষ আহ্বান জানান প্রার্থী নিজেই।

নাসীরুদ্দীন পাটওয়ারীর ডিজিটাল ক্যাম্পেইন টিমের ব্যবস্থাপক শামিল আব্দুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাংলা টিভির গলিতে প্রচারণা চালানোর সময় বিপরীত দিকের একটি ভবন থেকে ডিম হামলাটি চালানো হয়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তাঁরা ওই এলাকার কর্মসূচি দ্রুত শেষ করে পরীবাগে চলে যান। তবে আশার কথা হলো, এই ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারী সম্পূর্ণ অক্ষত আছেন এবং তিনি তাঁর নিয়মিত নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

নির্বাচনের দোরগোড়ায় এসে এমন ছোটখাটো বিশৃঙ্খলা ভোটারদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করতে পারে। বিশেষ করে চলতি অর্থবছরের এই গুরুত্বপূর্ণ সময়ে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা অত্যন্ত জরুরি। ব্যবসায়ীরা মনে করছেন, শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকলে বাজারে ক্যাশ প্রবাহ স্বাভাবিক থাকবে এবং শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা অটুট থাকবে। এই ধরণের ঘটনা যাতে নির্বাচনী পরিবেশকে কলুষিত না করে, সেদিকে সংশ্লিষ্ট সবার দৃষ্টি রাখা প্রয়োজন।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে