ঢাকা, রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬
Sharenews24

সাহরি-ইফতারের সময়সূচি নিয়ে ইসলামিক ফাউন্ডেশনের ব্যাখ্যা

২০২৬ জানুয়ারি ২৫ ১৫:৩০:৪৫
সাহরি-ইফতারের সময়সূচি নিয়ে ইসলামিক ফাউন্ডেশনের ব্যাখ্যা

নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি ইসলামিক ফাউন্ডেশন এ বছরের (১৪৪৭ হিজরি) পবিত্র রমজানের সাহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে। দেশের বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় সেই সময়সূচি প্রকাশিত হলেও কিছু গণমাধ্যমে এ নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে।

কিছু গণমাধ্যমে দাবি করা হয়, ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে—প্রকাশিত সাহরি ও ইফতারের সময়সূচি মূলত ঢাকা জেলা ও আশপাশের এলাকার জন্য প্রযোজ্য। অন্য জেলার মানুষ ভৌগোলিক অবস্থান অনুযায়ী ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ৯ মিনিট পর্যন্ত যোগ বা বিয়োগ করে সাহরি ও ইফতার করবেন।

তবে রোববার (২৫ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, এই বক্তব্য সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন। ইসলামিক ফাউন্ডেশনের কোনো দায়িত্বশীল কর্মকর্তা এ ধরনের তথ্য বা বক্তব্য দেননি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রকৃতপক্ষে ইসলামিক ফাউন্ডেশন এ বছর দেশের সব ৬৪ জেলার জন্য পৃথকভাবে সাহরি ও ইফতারের সময়সূচি প্রণয়ন করেছে। ঢাকার সময়ের সঙ্গে কোনো মিনিট যোগ বা বিয়োগ করে সাহরি ও ইফতারের সময় নির্ধারণ করা হয়নি। প্রতিটি জেলার জন্য নির্ধারিত সময়সূচি অনুযায়ী সংশ্লিষ্ট এলাকার রোজাদাররা সাহরি ও ইফতার করবেন।

এ বিষয়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব এবং সাহরি ও ইফতার সময়সূচি প্রণয়ন কমিটির আহ্বায়ক মুফতি আবদুল মালেক বলেন, “অন্যান্য জেলার মানুষ ঢাকা জেলার সময়সূচির সঙ্গে কোনো সময় যোগ বা বিয়োগ করে সাহরি ও ইফতার করবেন না। বরং প্রত্যেক জেলার মানুষ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক নিজ জেলার জন্য প্রণীত ও প্রকাশিত সময়সূচি অনুসরণ করবেন।”

ইসলামিক ফাউন্ডেশন এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে