ঢাকা, শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬
Sharenews24

২৪ ঘণ্টার আল্টিমেটামের মাঝেই প্রেস মিট, বিপাকে বিসিবি

২০২৬ জানুয়ারি ২৪ ১৬:২৪:৩৬
২৪ ঘণ্টার আল্টিমেটামের মাঝেই প্রেস মিট, বিপাকে বিসিবি

নিজস্ব প্রতিবেদক : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সেই অনুরোধ গ্রহণ করেনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বরং চূড়ান্ত সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বাংলাদেশকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেয় সংস্থাটি।

এর মধ্যেই সংবাদ সম্মেলন করে বিসিবির অবস্থান প্রকাশ করেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আর এই সংবাদ সম্মেলন ঘিরেই আইসিসির বোর্ড সদস্যদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই।

আইসিসির একটি সূত্রের বরাতে পিটিআই জানায়, আইসিসিকে আনুষ্ঠানিকভাবে না জানিয়ে কেন সংবাদ সম্মেলন করা হলো—এই বিষয়টি নিয়ে ক্ষুব্ধ বোর্ড সদস্যরা। তাদের মতে, আইসিসির সঙ্গে সংশ্লিষ্ট নন এমন ব্যক্তিদের উপস্থিতিতে এবং সংস্থাকে অবহিত না করে এভাবে সংবাদ সম্মেলন করা উচিত হয়নি।

প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশের এই অবস্থানের জেরে কঠোর পদক্ষেপ নিতে পারেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। শোনা যাচ্ছে, তিনি ইতোমধ্যে দুবাইয়ে পৌঁছেছেন। শনিবার (২৪ জানুয়ারি) সেখান থেকেই বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হতে পারে।

এদিকে বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের দাবিতে আইসিসির স্বাধীন বিরোধ নিষ্পত্তিকরণ কমিটি (ডিআরসি)-এর কাছে আপিল করেছিল বিসিবি। তবে বিষয়টি কমিটির এখতিয়ারের বাইরে হওয়ায় সেই আপিল শুনানির জন্য গ্রহণ করা হয়নি।

ডিআরসির টার্ম অব রেফারেন্সের ১.৩ ধারা অনুযায়ী, আইসিসি বোর্ড পরিচালকদের মাধ্যমে নেওয়া কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গ্রহণযোগ্য নয়।

উল্লেখ্য, গত বুধবার আইসিসির সভা শেষে বাংলাদেশকে ভারতে বিশ্বকাপ খেলতে অনড় থাকার সিদ্ধান্ত থেকে সরে আসতে ২৪ ঘণ্টার সময় দেওয়া হয়। এরপর বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠক শেষে তিনি জানান, বাংলাদেশ তাদের সিদ্ধান্তে অনড় থাকবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে