ঢাকা, বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬
Sharenews24

ট্রাম্পের চমকপ্রদ পরিবর্তন – ইউরোপের ৮ দেশের জন্য সুখবর

২০২৬ জানুয়ারি ২২ ১২:৪৭:৫৭
ট্রাম্পের চমকপ্রদ পরিবর্তন – ইউরোপের ৮ দেশের জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপের আটটি দেশের ওপর শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ডের ওপর গ্রিনল্যান্ড ইস্যুতে বিরোধিতা করার কারণে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ১০ শতাংশ শুল্ক কার্যকর হওয়ার কথা ছিল।

গতকাল বুধবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বৈঠকে অংশ নেওয়ার পর ট্রাম্প নিজের ট্রুথ সোস্যালে পোস্টে এ সিদ্ধান্তের কথা জানান। পোস্টে তিনি বলেন, ন্যাটোর মহাসচিব মার্ক রুতের সঙ্গে ‘খুবই ফলপ্রসূ’ বৈঠক হয়েছে এবং বৈঠকের ওপর ভিত্তি করে গ্রিনল্যান্ডের বিষয়ে ভবিষ্যৎ চুক্তির একটি রূপরেখা তৈরি হয়েছে।

ট্রাম্প আরও জানান, “এই সমাধান যদি চূড়ান্ত হয়, তবে তা যুক্তরাষ্ট্র ও ন্যাটোর দেশগুলোর জন্য চমৎকার হবে।” পোস্টে তিনি ঘোষণা দেন, ১ ফেব্রুয়ারি থেকে ইউরোপের আট দেশের ওপর আরোপিত শুল্ক কার্যকর হবে না।

তবে ট্রাম্প জানান, গ্রিনল্যান্ড সম্পর্কিত ‘দ্য গোল্ডেন ডোম’ নিয়ে অতিরিক্ত আলোচনা এখনও চলমান এবং অগ্রগতির তথ্য পরবর্তীতে জানানো হবে।

এর আগে দাভোসে ডব্লিউইএফের বৈঠকে তিনি বলেছিলেন, গ্রিনল্যান্ডের মালিকানা যুক্তরাষ্ট্রের কাছেই থাকা উচিত। তবে ডেনমার্কের স্বায়ত্তশাসিত এই অঞ্চল দখলে নিতে বলপ্রয়োগ করা হবে না। ট্রাম্পের ভাষ্য, উত্তর মেরুর আর্কটিক অঞ্চলে বরফ গলছে এবং প্রধান পরাশক্তিগুলোর মধ্যে প্রতিযোগিতা বাড়ছে। এমন পরিস্থিতিতে খনিজসমৃদ্ধ গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্র ও ন্যাটোর নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ।

মূলত রাশিয়া ও চীনের ক্রমবর্ধমান উপস্থিতির কারণে, গ্রিনল্যান্ডসহ পুরো আর্কটিক অঞ্চলে নিরাপত্তা বজায় রাখার প্রয়াসে রয়েছে ওয়াশিংটন। তবে এই নীতির বিরোধিতার কারণে ট্রাম্প পূর্বে ঘোষণা করেছিলেন যে, ১ ফেব্রুয়ারি থেকে এসব দেশের যুক্তরাষ্ট্রে পাঠানো পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে