ঢাকা, বুধবার, ২১ জানুয়ারি ২০২৬
Sharenews24

জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হলেন বিচারপতি ফারাহ মাহবুব

২০২৬ জানুয়ারি ২১ ১৬:০২:৫২
জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হলেন বিচারপতি ফারাহ মাহবুব

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব। রাষ্ট্রপতির অনুমোদনে এ নিয়োগ কার্যকর করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন বিধিমালা, ২০০৭-এর বিধি ৩(২)(ক) অনুযায়ী আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুবকে কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি। নিয়োগের সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হয়েছে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

এই নিয়োগের মাধ্যমে বিচার বিভাগ সংশ্লিষ্ট নিয়োগ ও শৃঙ্খলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে নতুন নেতৃত্ব পেল বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে