ঢাকা, বুধবার, ২১ জানুয়ারি ২০২৬
Sharenews24

ট্রান্সকম গ্রুপের সিমিন রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

২০২৬ জানুয়ারি ২১ ১৬:০৬:৪১
ট্রান্সকম গ্রুপের সিমিন রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক: ভুয়া স্বাক্ষর ও জাল স্ট্যাম্প ব্যবহার করে ট্রান্সকম গ্রুপের ১৪ হাজার ১৬০টি শেয়ার আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমানসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বুধবার (২১ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ মামলার অভিযোগপত্র গ্রহণ করে এই আদেশ দেন।

আদালতের নির্দেশ অনুযায়ী, সিমিন রহমান ছাড়াও গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া অপর দুই আসামি হলেন—ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা লতিফুর রহমানের স্ত্রী শাহনাজ রহমান এবং কোম্পানির পরিচালক সামসুজ্জামান পাটোয়ারী।

আদালত সূত্র জানায়, মামলার মোট ছয় আসামির মধ্যে ট্রান্সকম গ্রুপের পরিচালক মো. কামরুল হাসান, মো. মোসাদ্দেক এবং আবু ইউসুফ মো. সিদ্দিক আদালতে স্বশরীরে উপস্থিত হন। পরে তাদের আইনজীবীরা স্থায়ী জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

অন্যদিকে সিইও সিমিন রহমানসহ তিন আসামি আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এ সংক্রান্ত অগ্রগতি প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২ ফেব্রুয়ারি দিন নির্ধারণ করেছেন আদালত।

উল্লেখ্য, গত ১১ জানুয়ারি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই)-এর পরিদর্শক সৈয়দ সাজেদুর রহমান এই মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করেন। অভিযোগপত্রে সিমিন রহমানসহ মোট ছয়জনকে অভিযুক্ত করা হয়।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে