ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬
Sharenews24

নির্বাচনের আগে বড় ধাক্কা, এক আসনে প্রত্যাহার ৫ প্রার্থীর

২০২৬ জানুয়ারি ২০ ১৬:৪৪:১৩
নির্বাচনের আগে বড় ধাক্কা, এক আসনে প্রত্যাহার ৫ প্রার্থীর

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। নির্বাচন কমিশনের (ইসি) তপশিল অনুযায়ী মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর পর্যন্ত এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

ইসি সূত্র জানায়, মনোনয়ন প্রত্যাহারকারী পাঁচ প্রার্থীর মধ্যে জামায়াতে ইসলামীর একজন, খেলাফত মজলিসের দুজন, বাংলাদেশ খেলাফত মজলিসের একজন এবং গণসংহতি আন্দোলনের একজন প্রার্থী রয়েছেন। মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা নির্ধারিত ছিল।

নির্বাচনী তপশিল অনুযায়ী আগামী বুধবার (২১ জানুয়ারি) প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু হবে।

আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট গ্রহণ সম্পন্ন করা হবে।

এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা ৬৪৫টি আপিলের মধ্যে ৪২৫টি মঞ্জুর, ২০৯টি নামঞ্জুর এবং ১১টি প্রত্যাহার করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন, আপিল নিষ্পত্তির ক্ষেত্রে কোনো ধরনের পক্ষপাত করা হয়নি এবং একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সবার সহযোগিতা প্রয়োজন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে