ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬
Sharenews24

ড. মিজানুর রহমান আজহারির জরুরি বার্তা

২০২৬ জানুয়ারি ২০ ১০:৫১:৩০
ড. মিজানুর রহমান আজহারির জরুরি বার্তা

নিজস্ব প্রতিবেদক : আলোচিত ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারি কুচক্রী প্রতারকচক্র থেকে শুভাকাঙ্ক্ষীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে একটি জরুরি বার্তা দিয়েছেন। একই সঙ্গে প্রতারকদের উদ্দেশে তিনি কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন। সোমবার (১৯ জানুয়ারি) রাত ৯টা ৪৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ সতর্কবার্তা দেন।

পোস্টে ড. আজহারি জানান, সম্প্রতি একটি প্রতারকচক্র তার ছবি, ভিডিও এবং এমনকি কণ্ঠস্বর ক্লোন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া প্রচারণা চালাচ্ছে। এসব কনটেন্ট ব্যবহার করে বিভিন্ন ভুয়া পণ্য, বিশেষ করে ওষুধ ও তথাকথিত চিকিৎসাসেবার অবৈজ্ঞানিক ও বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে।

তিনি বলেন, এআই প্রযুক্তি সম্পর্কে সচেতন নন— এমন অনেক শুভাকাঙ্ক্ষী এসব প্রতারণার শিকার হয়ে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। এতে তার ব্যক্তিগত ভাবমূর্তিও ক্ষুণ্ন হচ্ছে।

ড. আজহারি আরও জানান, এসব ভুয়া বিজ্ঞাপনের কারণে Hasanah Foundation-এর অফিসিয়াল নম্বরে নিয়মিত ফোন আসছে, যা ফাউন্ডেশনের দাপ্তরিক কার্যক্রমে মারাত্মক বিঘ্ন ঘটাচ্ছে। এসব প্রচারণার সঙ্গে তার বা ফাউন্ডেশনের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলেও তিনি স্পষ্ট করেন।

তিনি বলেন, ইতোমধ্যে সংশ্লিষ্ট ভুয়া পেজ ও মিডিয়ার একটি তালিকা প্রস্তুত করা হয়েছে, যা শিগগিরই পুলিশের সাইবার ক্রাইম বিভাগে জমা দেওয়া হবে। দ্রুত এসব কনটেন্ট অপসারণ না করলে দেশ-বিদেশ যেখানেই হোক, জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ড. মিজানুর রহমান আজহারি বলেন, “পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় জনস্বার্থে ও ব্যক্তিগত দায়বদ্ধতার জায়গা থেকে এই পদক্ষেপ অনিবার্য হয়ে উঠেছে। এটি প্রতারকচক্রের প্রতি আমাদের পক্ষ থেকে ফাইনাল ওয়ার্নিং।”

শেষে তিনি শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে বলেন, কোনো বিজ্ঞাপন বা প্রচারণায় বিভ্রান্ত হওয়ার আগে অবশ্যই তার অফিসিয়াল সোর্স থেকে সত্যতা যাচাই করতে। কমেন্টে তার সব অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমের লিংক দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে