ঢাকা, সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬
Sharenews24

জানুয়ারিতে ৮ ব্যাংকে রেমিট্যান্স না আসার তথ্য প্রকাশ

২০২৬ জানুয়ারি ১৯ ১০:০৯:৩৯
জানুয়ারিতে ৮ ব্যাংকে রেমিট্যান্স না আসার তথ্য প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের জানুয়ারি মাসের প্রথম ১৭ দিনে দেশে মোট ১৮৬ কোটি ৩৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলারের রেমিট্যান্স এলেও দেশের ৮টি ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, জানুয়ারির ১ থেকে ১৭ তারিখ পর্যন্ত সময়ে যেসব ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি, সেগুলোর মধ্যে রয়েছে একটি বিশেষায়িত ব্যাংক, দুটি বেসরকারি ব্যাংক এবং পাঁচটি বিদেশি ব্যাংক।

রেমিট্যান্স না আসা ব্যাংকগুলো হলো—রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল), বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), বেসরকারি খাতের পদ্মা ব্যাংক পিএলসি ও আইসিবি ইসলামিক ব্যাংক। এ ছাড়া বিদেশি ব্যাংকগুলোর মধ্যে আল ফারাহ ব্যাংক, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এবং উরি ব্যাংক লিমিটেডে এ সময় কোনো রেমিট্যান্স আসেনি।

অন্যদিকে, জানুয়ারির প্রথম ১৭ দিনে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে দেশে এসেছে ৩১ কোটি ৬৫ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৭ কোটি ৩৬ লাখ ৭০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১২৭ কোটি ১ লাখ ৫০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে মাত্র ৩৩ লাখ ৬০ হাজার ডলার রেমিট্যান্স।

এর আগে, গত ডিসেম্বর মাসে দেশে মোট ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার মার্কিন ডলারের রেমিট্যান্স আসে। ওই মাসে সর্বাধিক রেমিট্যান্স এসেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব থেকে। এ ছাড়া শীর্ষ ১০ রেমিট্যান্স প্রেরণকারী দেশের তালিকায় সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ আরও কয়েকটি দেশ রয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে