ঢাকা, বৃহস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬
Sharenews24

পাঁচ ব্যাংকের একীভূত হওয়ার পর প্রথমবারের মতো বড় সুখবর!

২০২৬ জানুয়ারি ০১ ১০:৫১:৫৪
পাঁচ ব্যাংকের একীভূত হওয়ার পর প্রথমবারের মতো বড় সুখবর!

নিজস্ব প্রতিবেদক : একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা আজ বৃহস্পতিবার (০১ জানুয়ারি) থেকে তাদের জমা রাখা আমানতের অর্থ ফেরত পাবেন বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, প্রথম পর্যায়ে প্রতিটি গ্রাহককে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত ফেরত দেওয়া হবে। পর্যায়ক্রমে বাকি অর্থ ফেরতের বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত জানানো হবে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, গ্রাহকদের স্বার্থ রক্ষা এবং ব্যাংকিং ব্যবস্থার প্রতি আস্থা বজায় রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থ ফেরত প্রদানের পুরো প্রক্রিয়া বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে পরিচালিত হবে।

উল্লেখ্য, দুর্বল আর্থিক অবস্থার কারণে সম্প্রতি পাঁচটি ব্যাংক একীভূত করা হয়। এর ফলে আমানতকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হলে বাংলাদেশ ব্যাংক অর্থ ফেরতের এই সিদ্ধান্ত নেয়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে