ঢাকা, বৃহস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬
Sharenews24

হাদি হত্যাকারীর ভিডিও বার্তায় নতুন বিতর্ক

২০২৬ জানুয়ারি ০১ ০০:৩৬:৫১
হাদি হত্যাকারীর ভিডিও বার্তায় নতুন বিতর্ক

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার অন্যতম প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের একটি ভিডিও বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে শোরগোল ফেলে দিয়েছে।

ভিডিওতে ফয়সাল নিজের অবস্থান ও হত্যাকাণ্ডে সম্পৃক্ততা নিয়ে নানা দাবি করেছেন, যা নিয়ে জনমনে ব্যাপক কৌতূহল ও বিভ্রান্তি তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান ‘দ্য ডিসেন্ট’ একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে।

বুধবার (৩১ ডিসেম্বর) প্রতিষ্ঠানটি জানায়, ভিডিওটি কোনো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (এআই) দিয়ে তৈরি নয়, বরং এটি ফয়সাল করিমের বাস্তব ভিডিও।

অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওতে ফয়সালের চেহারা ও মুখভঙ্গি তাঁর বাস্তব অবয়বের সঙ্গে হুবহু মিলে যায়। ভিডিওর ব্যাকগ্রাউন্ড নয়েজ এবং চারটি নির্ভরযোগ্য এআই ডিটেক্টর টুল ব্যবহার করে এর সত্যতা নিশ্চিত করা হয়েছে। ভিডিওর কিছু অংশে তাঁর দাড়ি অদৃশ্য হয়ে যাওয়ার যে বিতর্ক উঠেছিল, সেটিকে কারিগরি ত্রুটি বা কোনো ফিল্টারের প্রভাব বলে উল্লেখ করেছে ‘দ্য ডিসেন্ট’।

তবে ভিডিওটি সত্য হলেও এতে ফয়সালের দেওয়া ভৌগোলিক অবস্থান ও হত্যাকাণ্ডে অংশ না নেওয়ার দাবিগুলো প্রশ্নবিদ্ধ।

ফয়সাল দাবি করেছেন যে তিনি বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন, যদিও এর সপক্ষে পাসপোর্ট সিল বা লোকেশন ডেটার মতো কোনো অকাট্য প্রমাণ তিনি দেননি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, মোটরসাইকেলে না থাকার তাঁর দাবিটিকে ‘মিথ্যা’ বলে চিহ্নিত করেছে ফ্যাক্ট-চেকাররা।

আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত ও আগের তথ্য বিশ্লেষণ অনুযায়ী, মোটরসাইকেলের পেছনে বসে ফয়সালই গুলি চালিয়েছিলেন এবং চালকের আসনে ছিলেন তাঁর সহযোগী আলমগীর শেখ। দেশের শীর্ষ গণমাধ্যমগুলোতেও এই তথ্যের সপক্ষে প্রমাণ মিলেছে।

ভিডিওতে ফয়সাল আরও অভিযোগ করেন যে, হাদি মন্ত্রণালয় থেকে কাজ পাইয়ে দেওয়ার কথা বলে তাঁর কাছ থেকে ৫ লাখ টাকা অগ্রিম নিয়েছিলেন। তবে তদন্ত সংশ্লিষ্ট সূত্র এবং হাদির পরিচিত মহলের মতে, জীবিত থাকাকালীন তাঁর বিরুদ্ধে এ ধরনের কোনো তদবির বাণিজ্যের অভিযোগ ছিল না। বরং হাদি বর্তমান সরকারের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে ফেরার পথে বক্স কালভার্ট রোডে মোটরসাইকেল থেকে করা গুলিতে তিনি গুরুতর আহত হন এবং ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

হত্যাকাণ্ডের পর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, আসামিরা অবৈধ পথে ভারতে পালিয়ে যেতে পারেন। ডিবির অতিরিক্ত কমিশনার এসএন নজরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন যে, এই ঘটনায় জড়িত ৬ জন ইতোমধ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ফয়সালের এই নতুন ভিডিও বার্তাটি যখন সামনে এল, তখন পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো তাঁর প্রকৃত অবস্থান শনাক্তে নতুন করে তৎপরতা শুরু করেছে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে