ঢাকা, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

যেভাবে নেওয়া হলো খালেদা জিয়ার মরদেহ

২০২৫ ডিসেম্বর ৩১ ১০:৩০:৪৪
যেভাবে নেওয়া হলো খালেদা জিয়ার মরদেহ

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ বর্তমানে গুলশানে তার ছেলে তারেক রহমানের বাসায় রাখা হয়েছে।

প্রাথমিকভাবে সিদ্ধান্ত ছিল, তার মরদেহ গুলশানে তার দীর্ঘদিনের বাসভবন ‘ফিরোজা’য় নেওয়া হবে। তবে পরে সিদ্ধান্ত পরিবর্তন করে মরদেহবাহী গাড়িটি গুলশানের ১৯৬ নম্বর বাড়িতে, তারেক রহমানের বাসায় নেওয়া হয়।

এখানেই দলের নেতাকর্মী ও স্বজনরা বেগম খালেদা জিয়াকে শেষবারের মতো শ্রদ্ধা জানাবেন।

বুধবার (৩১ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি বাসায় পৌঁছায়। এর আগে সকাল ৯টার কিছু আগে বাংলাদেশের জাতীয় পতাকায় মোড়ানো একটি গাড়িতে করে তার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে বের করা হয়।

শেষ শ্রদ্ধা জানানো শেষে মরদেহ জানাজার জন্য মানিক মিয়া অ্যাভিনিউয়ে নেওয়া হবে। জানাজা শেষে তাকে দাফন করা হবে তার স্বামী, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে।

ভোর থেকেই এভারকেয়ার হাসপাতাল ও আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা ও যানবাহন নিয়ন্ত্রণ লক্ষ্য করা যায়। মরদেহ বহনকারী গাড়িবহরের সামনে ও পেছনে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।

বেগম খালেদা জিয়ার জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।

এদিকে জানাজায় অংশ নিতে মঙ্গলবার রাত থেকেই সংসদ ভবন এলাকায় বিএনপির নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। তার মৃত্যুর খবর পাওয়ার পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেন।

শেষবারের মতো প্রিয় নেত্রীকে একনজর দেখার আশায় তারা বাস, ট্রেন, লঞ্চ ও ব্যক্তিগত যানবাহনে করে রাজধানীতে আসছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে