ঢাকা, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

কারাগার থেকে ইমরানের বার্তা, প্রস্তুত থাকতে বললেন সমর্থকদের

২০২৫ ডিসেম্বর ২১ ১৬:০৬:৪৩
কারাগার থেকে ইমরানের বার্তা, প্রস্তুত থাকতে বললেন সমর্থকদের

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের রাজনীতিতে আবারও বড় ধাক্কা এলো সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য। রাষ্ট্রীয় উপহার সংক্রান্ত তোশাখানা দুর্নীতি মামলায় তাকে এবং তার স্ত্রী বুশরা বিবিকে দীর্ঘমেয়াদি কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। এই রায়কে কেন্দ্র করে দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

শনিবার রাজধানী ইসলামাবাদের অ্যাকাউন্টিবিলিটি কোর্টের স্পেশাল জজ শাহরুখ আরজুমান্দ তোশাখানা সংক্রান্ত দুটি মামলায় ইমরান খান ও বুশরা বিবিকে প্রত্যেককে ১৭ বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে দু’জনকে পৃথকভাবে ১ কোটি ৬৪ লাখ পাকিস্তানি রুপি জরিমানা পরিশোধের নির্দেশও দেওয়া হয়।

রায়ের পরপরই ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) একে রাজনৈতিক প্রতিহিংসার ফল বলে দাবি করেছে। দলের জ্যেষ্ঠ নেতা আসাদ কায়সার ও মহাসচিব সালমান আকরাম রাজা সংবাদ সম্মেলনে বলেন, এই সাজা সরকারের প্রতিশোধমূলক আচরণের বহিঃপ্রকাশ।

সংবাদ সম্মেলনে তারা জানান, কারাবন্দি ইমরান খান তার আইনজীবী সালমান সাফদারের মাধ্যমে স্পষ্ট বার্তা দিয়েছেন। ইমরান বলেছেন, যা কিছুই ঘটুক, আমি কারও কাছে কোনো কিছুর জন্য ক্ষমা চাইব না। এ সিদ্ধান্তে আমি অটল। একই সঙ্গে তিনি দলের সমর্থকদের আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন।

আদালতের নথি অনুযায়ী, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া রাষ্ট্রীয় উপহার অবৈধভাবে আত্মসাৎ ও বিক্রির অভিযোগেই এই মামলা দায়ের করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এই দণ্ডাদেশ দেন।

নিরাপত্তাজনিত কারণে আদিয়ালা কারাগারেই আদালতের কার্যক্রম পরিচালিত হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি জানিয়েছে, আদালতের এজলাস কারাগারের ভেতর বসানো হয়েছিল বিশেষ ব্যবস্থায়।

উল্লেখ্য, ২০২২ সালের এপ্রিলে পার্লামেন্টে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০২৩ সালের আগস্টে গ্রেপ্তার হন ইমরান খান। প্রথমে তাকে অ্যাটক কারাগারে রাখা হলেও পরে আদিয়ালা কারাগারে স্থানান্তর করা হয়।

এর আগে তোশাখানা সংক্রান্ত আরেক মামলায় ইমরান খান ও বুশরা বিবিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছিলেন নিম্ন আদালত। তবে সে সাজা পরবর্তীতে ইসলামাবাদ হাইকোর্ট বাতিল করেন।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে