ঢাকা, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ব্যাংক এশিয়া পারপেচুয়াল বন্ডের কুপন রেট ঘোষণা

২০২৫ ডিসেম্বর ২১ ১৪:১২:৪৯
ব্যাংক এশিয়া পারপেচুয়াল বন্ডের কুপন রেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে বন্ড খাতে তালিকাভুক্ত ‘ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচুয়াল বন্ড’-এর বিনিয়োগকারীদের জন্য কুপন রেট ঘোষণা করা হয়েছে। ২০২৫ সালের শেষভাগ থেকে ২০২৬ সালের মাঝামাঝি পর্যন্ত সময়ের জন্য বন্ডহোল্ডাররা বার্ষিক ১০ শতাংশ হারে মুনাফা পাবেন।

রোববার (২১ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বিনিয়োগকারীদের এই ইতিবাচক সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

বন্ডটির ট্রাস্টি কমিটি জানিয়েছে, ২০২৫ সালের ২৮ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ২৭ জুন পর্যন্ত সময়ের জন্য এই ১০ শতাংশ কুপন রেট কার্যকর হবে। অর্থাৎ, নির্ধারিত এই সময়ের জন্য বন্ডের ইউনিটধারীরা তাদের বিনিয়োগের বিপরীতে উল্লিখিত হারে রিটার্ন বা মুনাফা বুঝে পাবেন।

গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) অনুষ্ঠিত ট্রাস্টি কমিটির সভায় এই মুনাফার হার অনুমোদন করা হয়। উল্লেখ্য, এই করপোরেট বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে গ্রিন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড।

ইস্যুকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে ডিএসইর মাধ্যমে জানানো হয়েছে যে, উল্লিখিত ১০ শতাংশ হারে অর্ধবার্ষিক মুনাফা পাবেন ব্যংক এশিয়া ফার্স্ট পারপেচুয়াল বন্ডের বিনিয়োগকারীরা। তবে এই মুনাফা প্রাপ্তির যোগ্যতা নির্ধারণের জন্য কোনো রেকর্ড ডেট এখনো নির্ধারণ করা হয়নি। কুপন রেট ঘোষণার এই খবরকে কেন্দ্র করে আজ বাজারে বন্ডটির লেনদেনে কোনো ধরনের দরসীমা বা সার্কিট ব্রেকার কার্যকর থাকবে না। ফলে বিনিয়োগকারীরা অবাধে এই বন্ডের লেনদেন করতে পারবেন।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে