ঢাকা, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত তেঁতুলিয়ার জনজীবন

২০২৫ ডিসেম্বর ১১ ১১:৩৭:০৭
হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত তেঁতুলিয়ার জনজীবন

নিজস্ব প্রতিবেদক: পৌষ মাস আসার আগেই কাঁপছে পঞ্চগড়ের তেঁতুলিয়া। হিমালয়কন্যার প্রভাবে উত্তর জনপদে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, আর এই হাড়কাঁপানো শীত সবচেয়ে বেশি ভোগাচ্ছে নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রাকে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে আসে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে, তখন বাতাসে আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। তিন ঘণ্টা পর সকাল ৯টায় তা আরও কমে দাঁড়ায় ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে, আর্দ্রতা নেমে আসে ৭৮ শতাংশে।

গত পাঁচ দিন ধরে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে অবস্থান করছিল। কিন্তু আজ তা আরও নিচে নেমে হঠাৎ করেই ৮ ডিগ্রির ঘরে চলে আসে, যা স্থানীয়দের শীতে অতিষ্ঠ করে তুলেছে।

জেলার নানা প্রান্তে দেখা গেছে ভোরে পাতলা কুয়াশার চাদর। গাছপালা ও ফসলের গায়ে জমেছে শিশিরের স্তর। সূর্যের হালকা আলো থাকলেও উত্তরের হিমেল বাতাসে তার উষ্ণতা তেমন টের পাওয়া যাচ্ছে না, ফলে শীতে কাঁপছে জনপদ।

প্রচণ্ড শীতের কারণে ভোরে ঘর থেকে বের হওয়া কঠিন হয়ে পড়েছে শ্রমজীবী মানুষের। তারপরও জীবিকার তাগিদে তাদের ছুটে যেতে হচ্ছে চা বাগান, পাথরকাঞ্চন, কৃষি খামারসহ নানা কর্মস্থলে।

পাথর ও চা শ্রমিকরা জানান, গত কয়েকদিন ধরে শীত বেড়েই চলেছে। দিনের বেলায় কিছুটা রোদ মিললেও তা শীত কাটানোর জন্য যথেষ্ট নয়। শীতের কারণে অনেকেই সর্দি-কাশিতে ভুগছেন, তবুও কাজ বন্ধ রাখার সুযোগ নেই।

ভ্যান ও অটোচালকদের কষ্ট আরও বেশি। যাত্রীরা ঠান্ডায় বাইরে বের হতে না চাইলে তাদের আয় কমে যাচ্ছে। দিনমজুররাও একই সমস্যার কথা জানিয়েছেন।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, পাঁচ দিন ধরে তাপমাত্রা ১০ ডিগ্রির আশপাশে ছিল। বৃহস্পতিবার তা কমে ৮ দশমিক ৯ ডিগ্রিতে নেমেছে এবং মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত আছে।

জেলা প্রশাসক কাজী সায়েমুজ্জামান বলেন, হিমালয়ের সান্নিধ্যে হওয়ায় এই অঞ্চলে শীত স্বাভাবিকভাবেই বেশি। জেলার মানুষের জন্য ইতোমধ্যে প্রায় ৮ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আরও লক্ষাধিক শীতবস্ত্রের জন্য মন্ত্রণালয়ে আবেদন পাঠানো হয়েছে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে