ঢাকা, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

শুটিংয়ের ভয়ংকর অভিজ্ঞতা শোনালেন আফরান নিশো

২০২৫ ডিসেম্বর ১০ ১৭:১৬:৫২
শুটিংয়ের ভয়ংকর অভিজ্ঞতা শোনালেন আফরান নিশো

বিনোদন ডেস্ক: কাজাখস্তানের তীব্র প্রতিকূল আবহাওয়া, দুর্গম লোকেশন, এবং শারীরিক ঝুঁকি উপেক্ষা করে অভিনেতা আফরান নিশো তার নতুন চলচ্চিত্র ‘দম’-এর প্রথম ধাপের শুটিং শেষ করেছেন। সম্প্রতি দেশে ফিরে ৮ ডিসেম্বর ভক্তদের আয়োজিত জন্মদিনের অনুষ্ঠানে তিনি সেই কঠিন অভিজ্ঞতা সবিস্তারে তুলে ধরেন। নিশোর মতে, এটি ছিল একটি 'যুদ্ধ' সদৃশ যাত্রা।

অভিনেতা নিশো তার জন্মদিনের অনুষ্ঠানে জানান, কাজাখস্তানের শুটিং ছিল অত্যন্ত কষ্টসাধ্য ও চ্যালেঞ্জিং। তীব্র ঠান্ডা এবং সময়ানুবর্তিতার কড়া চাপ ছিল পুরো টিমের ওপর। নিশো বলেন, "১০ মিনিট বিরতিই মানে পুরো দিনের শিডিউল ফেল করা ছিল। তাই যাই হোক, চালিয়ে যেতে হয়েছে।"

'দম' সিনেমার মতো কাজের দায়িত্ব পাওয়াকে নিশো 'আশীর্বাদ' হিসেবে দেখছেন। তিনি ভালো গল্প ও কাজের প্রতি তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এই কঠিন শুটিংয়ের সময় তার হাত-পা কেটে গেলেও কাজ থামেনি।

আবহাওয়ার চ্যালেঞ্জ সম্পর্কে তিনি বলেন, "কাজাখস্তানে দুপুর দুইটার পর সূর্যের আলো থাকে না। তাই সকাল থেকেই দৌড়াতে হয়েছে। প্রতিবন্ধকতা অনেক ছিল, কিন্তু গর্বের বিষয়; একটাও অতিরিক্ত দিন লাগেনি।"

'দম' সিনেমার প্রথম লটের শুটিং হয়েছে কাজাখস্তানে। যদিও প্রথমে সৌদি আরব ও জর্ডানকে লোকেশন হিসেবে বিবেচনা করা হয়েছিল, পরে সেই পরিকল্পনা পরিবর্তিত হয়। ছবির পরিচালক রেদওয়ান রনি-এর নেতৃত্বে পুরো টিম টানা কয়েকদিনের শুটিং শেষ করে গত ৬ ডিসেম্বর দেশে ফেরেন।

এই সিনেমায় আফরান নিশো ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী এবং নায়িকা হিসেবে রয়েছেন পূজা চেরি।

যদিও ছবির গল্প বা নির্মাণশৈলী নিয়ে নির্মাতা বা শিল্পীরা বিস্তারিত কিছু জানাননি, তবে আফরান নিশো ইঙ্গিত দিয়েছেন—বাংলাদেশি মূলধারার সিনেমায় এই ধরনের নির্মাণশৈলী এর আগে দেখা যায়নি।সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে, সিনেমাটি আগামী রোজার ঈদে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে