ঢাকা, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

উদ্যোক্তা পরিচালকের ৯০ লাখ শেয়ার হস্তান্তরের প্রস্তাব অনুমোদন 

২০২৫ ডিসেম্বর ১০ ১৩:২০:৪৮
উদ্যোক্তা পরিচালকের ৯০ লাখ শেয়ার হস্তান্তরের প্রস্তাব অনুমোদন 

নিজস্ব প্রতিবেদক: শেয়ার বাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক আহমেদ রাজীব সামদানির মোট ৯০ লাখ শেয়ার হস্তান্তরের প্রস্তাব অনুমোদন করেছে ডিএসই।

আজ বুধবার (১০ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, আহমেদ রাজীব সামদানি এই শেয়ারগুলো আইপিডিসি ফাইন্যান্স পিএলসির কাছে হস্তান্তর করবেন। আইপিডিসি ফাইন্যান্স পিএলসি এক্ষেত্রে শেয়ার গ্রহণকারী পক্ষ (ট্রান্সফারি)।

এই শেয়ার হস্তান্তর প্রক্রিয়াটি এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে সম্পন্ন হবে। তবে এটি উপহার হিসেবে নয়, বরং ডিএসই (লিস্টিং) রেগুলেশনস, ২০১৫ এর ৪৭ (১)(ডি) ধারা এবং অন্যান্য প্রযোজ্য আইন অনুসারে সম্পন্ন করা হবে। সাধারণত, এই ধরনের হস্তান্তর ঋণ সংক্রান্ত বাধ্যবাধকতা পূরণের জন্য করা হয়ে থাকে।

জনাব রাজীব সামদানি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে, এই শেয়ার হস্তান্তর প্রক্রিয়াটি সম্পন্ন করবেন। স্পন্সর পরিচালকের পক্ষ থেকে বিপুল সংখ্যক শেয়ারের এই হস্তান্তর ডিএসইতে একটি বিশেষ বার্তা বহন করে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে