ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ডিসেম্বরের শুরুতেই পেঁয়াজের দাম আকাশছোঁয়া

২০২৫ ডিসেম্বর ০৬ ১৮:১৪:১৮
ডিসেম্বরের শুরুতেই পেঁয়াজের দাম আকাশছোঁয়া

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন বাজারে পেঁয়াজের দাম এক সপ্তাহের মধ্যে ২০-৩০ টাকার মতো বেড়ে গেছে। কারওয়ান বাজার, মোহাম্মদপুর টাউন হল, কৃষি মার্কেট ও উত্তরার হজ ক্যাম্পে এক কেজি পেঁয়াজের দাম এখন ১৫০ টাকা ছাড়িয়েছে।

দোকানিরা জানিয়েছেন, নতুন আগাম পেঁয়াজ এখনও বাজারে আসেনি এবং আমদানি অনুমতিও মেলেনি। ফলে বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। আজ দুপুরে কারওয়ান বাজারে পাবনার ভালো মানের পুরোনো পেঁয়াজ প্রতি পাল্লা বিক্রি হচ্ছে ৭৫০ টাকায়। খুচরা বিক্রিতে প্রতি কেজির দাম ১৬০ টাকা হলেও কিছু দোকানে ১৪০ টাকায় পাওয়া যাচ্ছে। আর আগাম পেঁয়াজের দাম প্রতি কেজি ১২০-১৩০ টাকার মধ্যে দেখা গেছে।

ট্যারিফ কমিশন জানায়, নভেম্বর-ডিসেম্বর মাসে প্রতি বছরই পেঁয়াজের দাম বেড়ে যায়। এর মূল কারণ হলো মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য, পেঁয়াজ সংরক্ষণের অভাব, মৌসুমের শেষ পর্যায় এবং বৃষ্টিতে ফসলের ক্ষতি।

কারওয়ান বাজারের বিক্রেতারা জানান, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের পর নতুন পেঁয়াজ বাজারে আসতে শুরু করবে। তখন এক কেজির দাম ৭০-৮০ টাকার মধ্যে নেমে আসার সম্ভাবনা রয়েছে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে