ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

আইপিএল নিলাম: বিদেশি ক্রিকেটারদের নিয়েই উত্তেজনার ঝড়

২০২৫ ডিসেম্বর ০৬ ১৬:০৩:২১
আইপিএল নিলাম: বিদেশি ক্রিকেটারদের নিয়েই উত্তেজনার ঝড়

স্পোর্টস ডেস্ক: আগামী ১৬ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতে বসতে যাচ্ছে আইপিএলের মিনি নিলাম, যেখানে ৭৭টি স্লট নিয়ে মাঠে নামবে দলগুলো। এর মধ্যে ৩১টি জায়গা বরাদ্দ রয়েছে বিদেশি ক্রিকেটারদের জন্য। এবারের নিলামকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উন্মাদনা ইতোমধ্যেই তুঙ্গে উঠেছে।

মিনি নিলামের টেবিলে বিদেশি ক্রিকেটারদের জন্য বিশেষ পদক্ষেপ নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এবার কোনো বিদেশি খেলোয়াড়ের সর্বোচ্চ দাম ১৮ কোটি রুপির বেশি হবে না। যদি কোনও খেলোয়াড়ের দর প্রাক–নিলামে বা মহানিলামে ১৮ কোটি ছাড়িয়ে যায়, তাহলে অতিরিক্ত অর্থ বিসিসিআই খেলোয়াড়দের উন্নয়নমূলক খাতে ব্যবহার করবে।

এইবারের মিনি নিলামের জন্য নাম লিখিয়েছেন মোট ১৩৫৫ জন ক্রিকেটার। ১৪টি দেশ থেকে ক্রিকেটাররা তালিকাভুক্ত হয়েছেন। ২ কোটি রুপির ভিত্তিতে যে ৪৫ জন খেলোয়াড় নিবন্ধিত, তার মধ্যে ৪৩ জনই বিদেশি। উল্লেখযোগ্য বিদেশি ক্রিকেটারের মধ্যে আছেন ক্যামেরন গ্রিন, মুস্তাফিজুর রহমান, লিয়াম লিভিংস্টোন, ড্যারিল মিচেল, রাচিন রবীন্দ্র, মাথিসা পাথিরানা, ওয়ানিন্দু হাসরাঙ্গা, ডেভিড মিলার ও লুঙ্গি এনগিডি।

অজি অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে ঘিরে নিলামে ঝড়ের সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। কলকাতা নাইট রাইডার্সের হাতে ৬৪.৩ কোটি রুপি থাকার কারণে তারা তাকে দলে নেওয়ার প্রতিযোগিতায় এগিয়ে থাকছে। তবে নতুন নিয়ম অনুযায়ী, বিদেশিদের বেতন সর্বোচ্চ ১৮ কোটি রুপির বেশি হবে না।

স্মরণীয়, ২০২৩ সালের মিনি নিলামে মিচেল স্টার্ক ২৪.৭৫ কোটি এবং প্যাট কামিন্স ২০.৫ কোটি রুপি পেয়েছিলেন। এবারের নিলামে নতুন নিয়ম প্রযোজ্য থাকায় বিদেশি খেলোয়াড়দের বেতন সীমা এখন নির্দিষ্ট করা হয়েছে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে