ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

এক সপ্তাহেই যেভাবে পাবেন মনিটাইজেশন

২০২৫ ডিসেম্বর ০৬ ১৫:৩২:০৪
এক সপ্তাহেই যেভাবে পাবেন মনিটাইজেশন

নিজস্ব প্রতিবেদক : সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে নতুন কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এসেছে বড় সুখবর। প্ল্যাটফর্ম কর্তৃপক্ষ জানিয়েছে, মাত্র তিনটি নির্দিষ্ট সেটিংস সক্রিয় করলেই যে কেউ মাত্র এক সপ্তাহের মধ্যেই মনিটাইজেশন সুবিধার আওতায় আসতে পারবেন। এতে নতুন ক্রিয়েটরদের দ্রুত আয় করার সুযোগ তৈরি হয়েছে।

সূত্র জানায়, নতুন নীতিমালায় আর কোনো বড় শর্ত রাখা হয়নি। বরং মনিটাইজেশন সক্রিয় করতে কেবল তিনটি সেটিংস চালু করলেই হবে—

১) প্রফেশনাল মোড অন করা,

২) ক্রিয়েটর টুলস সক্রিয় করা এবং

৩) বেসিক ইউজার ভেরিফিকেশন সম্পন্ন করা।

এই তিন ধাপ সম্পন্ন হলে ক্রিয়েটরের কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে বেশি রিচ পেতে শুরু করে। অ্যালগরিদম ভিডিও বা পোস্টকে অল্প সময়েই বৃহত্তর দর্শকের কাছে পৌঁছে দেয়, ফলে মাত্র ৫–৭ দিনের মধ্যেই মনিটাইজেশনের যোগ্যতা অর্জন করা সম্ভব হয়।

নতুন আপডেট চালুর পর সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছেন একেবারে নতুন অ্যাকাউন্টধারীরা। বিশেষজ্ঞদের মতে, আগের তুলনায় এখন মনিটাইজেশন পাওয়া অনেক সহজ হওয়ায় তরুণ ক্রিয়েটররা আরও বেশি উৎসাহিত হচ্ছেন। প্ল্যাটফর্মের টেকনিক্যাল টিম জানায়, পরীক্ষামূলক প্রয়োগে দেখা গেছে—নিয়মিত কনটেন্ট আপলোডকারীরা এখন আগের তুলনায় অনেক দ্রুত আয়ের সুযোগ পাচ্ছেন, ফলে অনেকেই সোশ্যাল মিডিয়াকে বিকল্প উপার্জনের উৎস হিসেবে ভাবছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর



রে